Scores

সাকিবের সাথে দ্বন্দ্ব ইস্যুতে রিয়াদের ভিডিও বার্তা

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। যার ফলে ড্রেসিংরুমে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। বিশ্বকাপের পর এমন সংবাদ প্রকাশ করে প্রভাবশালী এক সংবাদমাধ্যম। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক ভিডিও বার্তায় সাকিবের সাথে দ্বন্দ্ব ইস্যুতে কথা বলেছেন তিনি।ভিডিও বার্তায় রিয়াদ দাবি করেন, সাকিবের সাথে তার কোনও বিরোধ নেই। তাদের সম্পর্ক নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। পাশাপাশি সাকিবের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

Also Read - নতুন কোচদের কাছে রিয়াদের আশা


নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় রিয়াদ বলেন, ‘আসসালামু আলাইকুম। আশাকরি, সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে অনলাইন নিউজের একটা শিরোনাম দেখলাম সাকিবের সাথে ড্রেসিংরুমের ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে সাকিবের সাথে আমার দ্বন্দ্ব বা সমস্যা, কোনও কিছুই হয়নি।

আমরা যতোদিন যাবত একসাথে খেলছি খুবই ভালো টিমমেট ছিলাম, এখনো আছি আর ইন শা আল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার মনে হয়, এটা মিথ্যা একটা কথা। সাকিবের সাথে আমার কোনও রকমের ইস্যু আছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার কাছে মনে হয়েছে, এটা পরিস্কার করা প্রয়োজন। তাই এই ভিডিও বার্তা পাঠানো।

সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা আরও ভালো খেলতে পারি। আসসালামু আলাইকুম। “

ভিডিওটি দেখুন এখানে- 

উল্লেখ্য, আজ (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও এই বিষয়ে কথা বলেছেন রিয়াদ।  সেখানে তিনি বলেন, ‘শুধু এটুকু বলতে চাই- কিছু বিষয় যেভাবে উপস্থাপন করা হয়েছে সম্ভবত সেভাবে ঘটেনি। আরও ভিন্নভাবে উপস্থাপন হতে পারত। আমার মনে হয় কোনো সতীর্থের সাথে আমার গণ্ডগোল বা কোনো কিছু হয়েছে। এখনো আমরা সবাই ভালো বন্ধু।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 


Related Articles

৩৮০ রান অনেক বেশি!

আমি একা যাব না, সতীর্থদের সতর্কবার্তা দিলেন সরফরাজ