Scores

সাকিব আল হাসান বনাম হাথুরুসিংহে

আসন্ন আফগানিস্তানের সাথে সিরিজ দিয়েই একদিনের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আর এই সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত পর্বের অনুশীলন শুরু হয়েছে ১৮ই সেপ্টেম্বর থেকে। সিরিজের সব ম্যাচ দিবা-রাত্রির হবার কারণে অনুশীলন শুরু হচ্ছে ৪ টা থেকে। গতকাল (মঙ্গলবার) এই অনুশীলনে জাতীয় দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরুসিংহের সাথে নাম্বার ওয়ান অল-রাউন্ডার সাকিব আল হাসানের এক মজার দ্বৈরথ হয়। অনুশীলন শেষে গুরু-শিষ্য এক ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেন!

htu batঘটনার শুরু প্রথম ইনজুরীতে পড়া তামিম ইকবালকে ব্যাটিং করতে দেখে বোলিং করতে এগিয়ে আসেন কোচ হাতুরুসিংহে। দেশসেরা ওপেনার তামিম কোচের বলে ভালোই জবাব দেন।

Also Read - ম্যাচ ফি বাড়ছে জাতীয় লিগে

এরপর দেখা মিলে গতকাল অনুশীলনের সবচেয়ে মজার ঘটনার। তামিম ইকবাল কোচ হাথুরুসিংহেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যে সাকিব আল হাসানের ৩ ওভারে কোচকে করতে হবে ২৫ রান। হাতুরুসিংহে চ্যালেঞ্জ গ্রহণ করেন।

বোলিং এ সাকিব আল হাসান, ব্যাটিং এ কোচ চান্ডিকা হাতুরুসিংহে আর উইকেট কিপিং এর দ্বায়িত্বে এনামুল হক বিজয়। দলের বাকি খেলোয়াড়রা বসে গেলেন উইকেটের পিছনে।

শুরু থেকে সাকিবকে আক্রমণ করে খেলেন হাতুরুসিংহে। একের পর এক বাউন্ডারিতে পৌঁছে যান তামিমের ছুঁড়ে দেয়া লক্ষ্যের কাছাকাছি। ১৭ বলে ২১ রান করে ফেলেন কোচ। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রানের।

সাকিব বনাম হাথুরুসিংহে

সাকিব বল করতেই ডাউন দ্যা উইকেটে এসে উড়িয়ে মারেন হাথুরু। কিন্তু ফলাফল নিয়ে বিতর্ক দেখা দেয়! কোচের দাবী বলটি নিশ্চিত ছয় হয়ে গেছে। অন্যদিকে সাকিবের দাবি ওটা ক্যাচ আউট হতো। পরে নিস্পত্তি ছাড়াই শেষ হয় এই ম্যাচ

 


Related Articles

পিচ কিউরেটরের ষড়যন্ত্রেই হারতে হয়েছে বাংলাদেশকে?

চান্দিকা হাথুরুসিংহে: বাংলাদেশ ক্রিকেটের সফলতম কোচ

টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না তাসকিন?

সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক এখন ঢাকায়

বিসিএলে আশরাফুলকে চান না হাথু্রুসিংহে!