Scores

সাকিব ও বাংলাদেশ বন্দনায় টুইটার ঝড়

সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে রইলো মাশরাফিবাহিনীর।

আফগানিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

বাংলাদেশের বড় জয়ে বল-ব্যাট হাতে দারুণ নৈপূণ্যে প্রদর্শন করে প্রশংসার জোয়াড়ে ভাসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। প্রশংসার সাগরে ভাসার পেছনেও অবশ্য রয়েছে যথেষ্ট কারণ। শুধু আজকের পারফরম্যান্সই নয় বরং বিশ্বকাপ ইতিহাসে বেকিছু রেকর্ড স্পর্শ করার কারণেও বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।

Also Read - ম্যাচ শেষে সাকিব দিলেন যে বার্তা


ক্রিকেট বিশবের একমাত্র ক্রিকেটার হিসেবে আজ ১ হাজার রানের সাথে বিশ্বকাপে ৩০ উইকেটের ডাবল অর্জন করেছেন তিনি। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এছাড়াও আরও বেশ কিছু রেকর্ডের মালিক হয়েছেন বাঁহাতি এ জাদুকর।

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। তাছাড়া যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের একইম্যাচে অর্ধশতকের সাথে ৫ উইকেট শিকারেরও কীর্তি গড়েছেন তিনি। যার ফলে তার বন্দনায় হৈচৈ পড়েছে ক্রিকেট পাড়ায়।

এক নজরে দেখে নিন সাকিব ও বাংলাদেশ বন্দনায় উল্লেখযোগ্য টুইটসমূহ-

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক