Scores

সাকিব-তামিম জুটির রেকর্ড

উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অনবদ্য এক রেকর্ড করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইতিহাসে দুজনে মিলে গড়েছেন রেকর্ড পার্টনারশিপের রেকর্ড।

১ম ওয়ানডে ম্যাচে বলতে গেলে তামিম সাকিব জুটির উপর ভর করেই ভালো সংগ্রহ পায় বাংলাদেশ দল। সেই ম্যাচে দুই বন্ধু মিলে গড়েছিলেন ২০৭ রানের এক বিশাল জুটি। অল্পের জন্য শতকের দেখা পান নি সাকিব। ১২১ বলে ৯৭ রান করে আউট হন সাকিব আল হাসান। তবে সাকিবের দেখানো পথে অবশ্য হাঁটেন নি তামিম ইকবাল। সাজঘরে ফিরেছেন পুরো ৫০ ওভার খেলেই। অপরাজিত ছিলেন ১৬০ বলে সাত চার আর এক ছয়ে ১৩০ রান করে।

Also Read - জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ


২য় ম্যাচে হারলেও সাকিব আর তামিমের জুটির ঝলক দেখা গিয়েছিল আবারও। ৩২ রানে এনামুল হক বিজয় ফিরে যাওয়ার পর দুইজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তবে এবার আগে আউট হন তামিম। ৮৫ বলে ৫৪ রান করে বিশুর বলে স্টাম্পিং এর ফাঁদে পা দেন এই অভিজ্ঞ দেশসেরা ওপেনার।

তাঁর যাওয়ার পরপরই অবশ্য বন্ধুর দেখানো পথে হাঁটেন সাকিব। ৭২ বলে পাঁচ চারে ৫৬ করে নার্সের বলে কেমো পলকে ক্যাচ দিয়ে আউট হন এই অলরাউন্ডার। তৃতীয় ওয়ানডেতেও এই জুটি থেকে রান এসেছে ৮১। আর এরই মাধ্যমে মোট ৩৮৫ রানের পার্টনারশিপ করে রেকর্ড গড়েছেন তিন ম্যাচের সিরিজে এক জুটির সর্বোচ্চ রানের। ২য় উইকেট জুটিতে সাকিবের সংগ্রহ ৩৭। ৪৪ বলে ৩৭ রান করে নার্সকে সুইপ করতে গিয়ে কেমো পলকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

বাংলাদেশের হয়ে রান তোলার দিক থেকে সবচেয়ে উপরে মুশি সাকিব জুটি। ২৪০০ এর উপরে রান এই জুটির। চার নম্বরে আছে তামিম সাকিব জুটি। মাত্র ৩৩ ইনিংসে ১৫০০ উপর রান তুলেছে, গড়টাও নজরকাড়া প্রায় ৫০ ছুঁইছুঁই।

আরো পড়ুনঃ ব্যর্থ বিজয়, সাকিব-তামিমে প্রতিরোধ

Related Articles

সাকিব বীরত্বে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

উইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরলেন লুইস

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

ওয়ানডে সিরিজের উইন্ডিজ দল ঘোষণা, ফিরলেন ব্রাভো