ফ্লোরিডার পুনরাবৃত্তি নাকি সিরিজ হারে বছর ইতি?
প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে থাকা নিশ্চয়ই স্বস্তির কোনো বিষয় নয়। তবুও সান্ত্বনা কিংবা আত্মবিশ্বাসের জন্য বাংলাদেশ একটু পেছনে তাকাতে পারে। এই বছরই সফরকারির ভূমিকায় থেকে ক্যারিবীয় দ্বীপে প্রথম টি-২০ হারের পর ফ্লোরিডায় ক্যারিবীয়দের বিপক্ষে পরের দুটি টি-২০ ম্যাচ জিতে সিরিজ জিতেছিল টাইগাররা। মিরপুরে কি হবে ফ্লোরিডার পুনরাবৃত্তি?
এই প্রশ্নকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজ। চলতি বছর এটিই বাংলাদেশের শেষ সিরিজ। দ্বিতীয় ম্যাচ হেরে গেলে নিশ্চিত হবে সিরিজ হার, একইসাথে বছর শেষ হবে সিরিজ পরাজয়ের মাধ্যমে। আরও একটি সফল বছর সফলভাবে শেষ করতে হলে দ্বিতীয় টি-২০’তে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য।
Also Read - বুধবারও অনুশীলন করলেন না সাকিবএই ম্যাচের মধ্য দিয়ে দুই দলের লড়াই আবারও ফিরছে মিরপুরে। হোম অব ক্রিকেটে পড়ন্ত বিকেলে শুরু হতে যাওয়া ম্যাচে স্পিন সুবিধা পেতে পারেন বোলাররা। তাতেও ক্যারিবীয় পেসাররা যে আবার ভয়ংকর হয়ে উঠবেন না, এমন নিশ্চয়তা নেই। স্পিন-নির্ভর উইকেট হলে বাংলাদেশ দলের একাদশে জায়গা পেতে পারেন নাজমুল ইসলাম অপু, তাতে বাদ পড়তে হতে পারে আরিফুল হককে। জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে সফরকারী উইন্ডিজ।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ: এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, কিমো পল, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, ওশানে থমাস।
আরও পড়ুন: বিপিএল: বিসিবির হাতেই এবার সম্প্রচারের দায়িত্ব