Scores

সাকিব না থাকায় রোডসের আক্ষেপ

চোটের কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড সিরিজে নেই সাকিব আল হাসান। টেস্ট সিরিজের মাঝপথে ফেরার সম্ভাবনা থাকলেও ওয়ানডে সিরিজে এই  তারকা অলরাউন্ডারকে পাওয়া যাচ্ছে না নিশ্চিতভাবেই। আর দলের সহ-অধিনায়ককে না পাওয়ায় আক্ষেপ ঝরছে কোচ স্টিভ রোডসের কণ্ঠে।

সাকিব না থাকায় রোডসের আক্ষেপ

বুধবার নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। ঐ ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোডস বলেন, তার না থাকা আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কারকারণ বিশ্বে সাকিবের মতো খেলোয়াড় তেমন একটা নেই এই কঠিন অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে অনেক কঠোর প্রতিযোগিতার পাশাপাশি অনেকগুলো ইতিবাচক দিকও আছে।’

সাকিব না থাকায় দল পাচ্ছে না সেরা স্পিনারকে। তাই স্পিনে বাংলাদেশের দুর্বলতা থাকছেই। এই সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ড স্পিন বান্ধব উইকেট বানাতে পারে- এমনটি জানিয়ে রোডস বলেন, আমাদের শক্তিশালী দিক হচ্ছে স্পিনতবে এখানে স্পিনারদের নিয়ে খুব বেশি আশা করাটা ভুলকেবলমাত্র লেগ স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে।’

Also Read - বাংলাদেশ মানসম্পন্ন দল: গাপটিল


তারা (নিউজিল্যান্ড) জানে আমারা সেরা স্পিনারকে হারিয়েছিতাই হয়তো তারা আমাদের জন্য স্পিন উইকেট বানাতে পারে– বলেন তিনি।

তবে কৌশলগত বা পারফরম্যান্সের দিক থেকে নিউজিল্যান্ডের অবস্থান যেমনই হোক; রোডসের প্রত্যাশা একটাই- ভালো ক্রিকেট প্রদর্শন। শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী কোচের ভাষ্য, আমার একটাই আশা তা হল, ম্যাচের দিন এটা দেখিয়ে দিতে চাই যে আমরা ক্রিকেটটা খেলতে পারি।’

এ সময় তার কণ্ঠে ঝড়ে মুস্তাফিজুর রহমানের প্রশংসাও। মুস্তাফিজকে ওয়ানডের সেরা পাঁচ বোলারের একজন হিসেবে আখ্যা দিয়ে রোডস বলেন, আমার মনে হয়, সাদা বলের ক্রিকেটে যে কোন দলই তাকে নিতে চাইবেওয়ানডেতে সেরা পাঁচজনের মধ্যে একজন সেইনিংসের শেষদিকে যখন চাপ থাকে, তখনকার জন্যও সে খুব ভালো পারফর্মারযে কোনো দলের বিপক্ষে খেলার আগে, মুস্তাফিজ বড় একটা ফ্যাক্টর।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর

অবশেষে আলোচনায় এলো নিউজিল্যান্ড সফরের ম্লান পারফরম্যান্স

বাতিল হওয়া টেস্ট ভবিষ্যতে আয়োজনের পরিকল্পনা