
জয়ের ধারা অব্যাহত রেখে দাপটের সাথে ফরচুন বরিশাল উঠেছে বিপিএলের ফাইনালে। দলের এই সাফল্যে বড় অবদান সাকিব আল হাসানের। লিগ পর্বে তার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ টানা ৫ ম্যাচে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার সতীর্থরাও মানছেন, সাকিব থাকায় সহজ হয়ে যাচ্ছে তাদের কাজ।

সাকিবের দলের হয়ে বিপিএলে খেলছেন নুরুল হাসান সোহানও। ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি। তবে সাকিবের কারণে যে অন্যদের ঘাটতি বোঝা যাচ্ছে না, তা অকপটে স্বীকার করলেন সোহান।
তিনি বলেন, ‘আসলে আমার খুব বেশি কিছু করা লাগেনি। টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না। ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসেবে ভালো খেলছি। সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছে। একাই উনি ২-৩ জনের কাজ করে দিচ্ছে।’
তবে উইকেটের পেছনে গ্লাভস হাতে চনমনে সোহান বরাবরই জানান দেন সরব উপস্থিতির। জানালেন, ফাইনালেও সাধ্য অনুযায়ী অবদান রেখে দলকে এনে দিতে চান জয়।
Comilla or Barishal
Who will have the last laugh?#BBPL2022 #BPLFinal pic.twitter.com/QMZqunBrxt
— bdcrictime.com (@BDCricTime) February 17, 2022
সোহান বলেন, ‘ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে দলের জয়ে যেন অবদান রাখতে পারি। হয়ত ব্যাটিংয়ে রান করতে পারছি না। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি। আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’
ফাইনালের হাই ভোল্টেজ লড়াইয়ের আগে প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সমীহই করছেন সোহান। তবে তার প্রত্যাশা, নিজের দলের প্রত্যেকেই লড়বেন শিরোপার জন্য।
তিনি বলেন, ‘কুমিল্লা ভারসাম্যপূর্ণ দল, পুরো টুর্নামেন্টে ভালো খেলছে। কাল যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা দল হিসেবে খেলেছি। কেউ ফিল্ডিং করে, কেউ ২টি ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, কেউ ১০ রান নিয়ে। এটাই লক্ষ্য থাকবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।