Scores

সাকিব, মুস্তাফিজ, মিরাজই দলের মূল শক্তিঃ মুশফিক

গত কয়েক বছরে বাংলাদেশ দলের ব্যাটিং অনেক পরিপক্ক হয়ে উঠেছে। ব্যাটসম্যান এখন ম্যাচের অবস্থা বুঝেই ব্যাটিং করতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেটে বোলিং লাইনআপ নিয়ে বরাবরই প্রশ্ন রয়ে গেছে। সীমিত ওভারে সেরা বোলিং লাইনআপ নিয়ে মাঠে নামলেও টেস্টে এখনো সেরা দল নিয়ে নামা হয়নি দলের। তবে এটির খুব দ্রুতই পরিবর্তন ঘটতে চলেছে বলে আভাস দিলেন বাংলাদেশ টেস্ট দলপতি মুশফিকুর রহিম।

কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নির্বাচকরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজ। মুস্তাফিজ-সাকিব-মিরাজ সম্মেলিত বোলিং লাইনআপ দলের সেরা বোলিং লাইনআপ হতে চলেছে বললেন মুশফিক।

Also Read - শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার সুযোগ দেখছেন মুশফিক

মুশফিকের মতে, দলে মুস্তাফিজ-সাকিব-মিরাজ থাকা মানে দলের বোলিং শক্তিমত্তা আরো বৃদ্ধি পাওয়া। যা কিনা যে কোন দলের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং।

“দলে মুস্তাফিজ, সাকিব ও মিরাজ থাকা মানে আমাদের বোলিং লাইনআপ আরো শক্ত হওয়া। তাঁদের ভালো করার সামর্থ্য রয়েছে। তাঁদের মোকাবিলা করা যেকোনো ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জিং।”

এই বছরে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। মুশফিকের বিশ্বাস, এই তিন সিরিজের অভিজ্ঞতা কাজে দিবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে।

“আমরা ইতিমধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলেছি এবং চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে চলেছি। সবমিলিয়ে সিরিজের জন্য ভালোই প্রস্তুতি হয়েছে আমাদের। দেখার বিষয় সেটা আমরা মাঠে সেটা কতটুকু দিতে পারি।”

-আফরিদ মাহমুদ রিফাত, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম

Related Articles

ক্ষমা চাইলেন নাঈমের সেই ‘অতিউৎসাহী’ ভক্ত

“একজন লেগ স্পিনার হলে খুব ভালো হতো”

‘অনিশ্চয়তা’ ভালো ঠেকেনি ফারুকের, ভরসা রাহী

শুক্রবার দেশে ফিরছেন রোডস

সকলের দোয়া চাইলেন সাব্বির