Scores

সাকিব যেখানে মুরালিধরনেরও আগে

ঢাকা টেস্টের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনও টেস্ট খেলা হয়নি সাকিবের। এরই মধ্যে বাকি সব দেশের বিপক্ষে অর্জন করেছিলেন ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। ইতিহাসে এর আগে মাত্র তিনজন বোলার সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন। এই কীর্তি নিজের করে নিতে যেন তড় সইছিল না সাকিবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে তার ক্যারিয়ারের প্রথম ইনিংসেই তাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট, সেই সাথে নাম লিখিয়েছেন রেকর্ড বুকে।

সাকিব ছাড়াও এই কীর্তি গড়েছিলেন মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ ও ডেল স্টেইন। তবে এঁদের মধ্যেই এক দিক বিবেচনায় সাকিব আছেন সবার শীর্ষে। সেটি টেস্টে সব দেশের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করার জন্য কত ম্যাচ খেলতে হয়েছে সেদিক থেকে।

Also Read - বন্যার্তদের সাহায্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিসিবির অনুদান


৬৬তম ম্যাচে নবম টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করে এই কীর্তি গড়েছিলেন টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা বোলার মুত্তিয়া মুরালিধরন। সাকিব এই কীর্তি গড়েছেন তার ক্যারিয়ারের ৫০তম টেস্টে। ক্যারিয়ারের ১৬তম ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাধ্যমে সাকিব তাই ছাড়িয়ে গেছেন মুরালি-হেরাথ-স্টেইনকেও!

উল্লেখ্য, ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি সাকিব সবচেয়ে বেশিবার গড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে (৩ বার)। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই কাজ করেছেন দুবার করে। একবার করে করেছেন ভারত, পাকিস্তান ও সর্বশেষ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের