Scores

সাঙ্গাকারার পরামর্শে সাদমানের সাফল্য

তরুণ ক্রিকেটার, তবুও ধৈর্য নিয়ে দীর্ঘ সময় ধরে খেলে আসছেন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। সেখানে পরিপক্বতা অর্জন করে এবার সুযোগ পেয়েছেন টেস্ট দলে। সাদমান ইসলাম জানিয়েছেন, তাকে লঙ্গার ভার্শনে মনোযোগ দিতে বলেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট গ্রেট কুমার সাঙ্গাকারা।

সাঙ্গাকারার পরামর্শে সাদমানের সাফল্য

চতুর্থ বিপিএলে সাঙ্গাকারার সাথে ঢাকা ডায়নামাইটসে খেলার সৌভাগ্য হয়েছিল সাদমানের। তখন এই কিংবদন্তীকে দেখেছেন কাছ থেকে, নিয়েছেন নানা পরামর্শ। তখনই সাদমানকে লঙ্গার ভার্শনে মনোযোগ দিতে বলেছিলেন সাঙ্গাকারা।

সাদমান বলেন, আমার মনে আছে, সাঙ্গাকারা বিপিএল খেলার সময় আমাকে বলেছিলেন- সীমিত ওভার নয় লংগার ভার্সনে মনোযোগ দেওসেখানে ভালো করলে সব ফরম্যাটেই ভালো করতে পারবেতখন বিপিএলে কীভাবে রান করতে হয় সেটি শেখাতে হবে নাআমি তার পরামর্শ মনে রেখেছিশুধু তিনিই নয়, আরো অনেকেই আমাকে লংগার ভার্সনে মন দিতে বলেছেনআমি সেটি করেছি।’

Also Read - পরিণত হওয়ার আগে নয় আন্তর্জাতিক ক্রিকেট


বিসিবি একাদশের হয়ে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স, অতঃপর হুট করে জাতীয় দলে সুযোগ। এর আগে টেস্ট স্কোয়াড ঘোষিত হলেও সাদমান আশা ছাড়েননি। তিনি বলেন, সেখানে কোচ ছিলেন, নির্বাচকেরা ছিলেনতাদের সামনে আমি ভালো করেছিশুরুতে ১৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিলতবে আমার কাছে মনে হয়েছে যে হয়তো এই ম্যাচটিতে আমি ভালো করতে পারি বা কিছু করতে পারি তাহলে সুযোগ আসতে পারেসেভাবেই নিজেকে প্রস্তুত করে আমি ম্যাচটি খেলেছি।’

সাদমান জানিয়েছেন, নিজেকে সবসময় প্রস্তুত রাখার পাশাপাশি তিনি খেলবেন স্বভাবজাত খেলা। তার ভাষ্য, আমি তো অবশ্যই নিজেকে তৈরি করে রাখবআর সুযোগ যদি আসে তাহলে আমি সবসময় যেভাবে খেলে আসছি সেভাবে খেলবকিভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়, পারফর্ম করতে হয় এবং কিভাবে বড় রান করতে হয় এগুলো ঠিক রাখতে হবেআমি সেভাবেই নিজেকে সেট করি আর সেভাবেই সেট করছি নিজেকে।’

আরও পড়ুন: কেন বাংলাদেশে এত আগ্রহী আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

আইসিসিকে ধুয়ে দিলেন সাঙ্গাকারা

সাঙ্গাকারাকে সাজঘরে ফেরানোর যে স্মৃতি রাসেলের ‘স্মরণীয়’

সাঙ্গাকারার চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ

এমসিসির নতুন সভাপতি সাঙ্গাকারা