Scores

সাঙ্গাকারার প্রশংসা শুনে ঘুমাতে পারেননি সাইফউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোহাম্মদ সাইফউদ্দিনের অভিষেক হয় ২০১৬ সালে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই দেশের সবচেয়ে জমজমাট লিগে খেলা শুরু করেছিলেন জাতীয় দলের তরুণ এই অলরাউন্ডার। তখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি। 

সাঙ্গাকারার মুখে প্রশংসা শুনে ঘুমাতে পারেননি সাইফউদ্দিন

অভিষেক বিপিএল দিয়েই নজর কেড়েছিলেন ফেনীর ছেলে সাইফউদ্দিন। আসরের ১৩তম ম্যাচে সেই আসরের শিরোপা জেতা দল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। ঢাকার ছুঁড়ে দেওয়া ১৯৫ রান তাড়া করতে নেমে ৩৩ রানে হেরে যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল। যদিও শেষদিকে জয়ের কাছাকাছি যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন সাইফউদ্দিন।

Also Read - ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত


শেষদিকে ব্যাট হাতে সুযোগ পেয়ে ৮ বলে ১৮ রানের ছোট এক ঝড়ো ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন। সেই ইনিংসে তার ব্যাটিং দেখে প্রশংসা করেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, যিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন। এই প্রশংসা সাইফউদ্দিনের ঘুম কেড়ে নিয়েছিল।

সম্প্রতি বিডিক্রিকটাইম এর লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাইফউদ্দিন বলেন, ‘সাঙ্গাকারার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। ঢাকা ডায়নামাইটসে খেলতে এসেছিলেন, উনি কিপার ছিলেন। বিপিএলে ওটা আমার প্রথম বছর। এক্সট্রা কভার দিয়ে মোহাম্মদ শহীদ ভাইকে চার মেরেছি, মিড অফের উপর দিয়ে ছক্কা মেরেছি। তখন সাঙ্গাকারা বলে উঠে, “ওয়াও, হোয়াট অ্যা ক্লাস! গুড ব্যাটিং!” যদিও ম্যাচটা হেরে গিয়েছিলাম। কিন্ত সারা রাত আমার ঘুম আসেনি, সাঙ্গাকারার মত একজন কিংবদন্তি আমার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন!’

লাইভ অনুষ্ঠানেই একজন ভক্ত সাইফউদ্দিনকে প্রশ্ন করেন, অ্যাডাম গিলক্রিস্ট , শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারার বিপক্ষে খেলার সুযোগ পেলে কাকেই প্রথম বলে আউট করতে চান?

সেই প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন, ‘যদি ওরকম সুযোগ আসে তাহলে শচীনকেই প্রথম বলে আউট করতে চাইব।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

সাঙ্গাকারা-ম্যাককালামদের চেয়ে এগিয়ে ধোনি

সৌরভকেই আইসিসির চেয়ারম্যান হিসেবে চান সাঙ্গাকারা

ভারতের কাছে ফাইনাল ম্যাচ বিক্রি, হতাশ সাঙ্গাকারা!

‘৮ বছর’ বয়সী শিশুর ব্যাটিং দেখে অবাক সাঙ্গাকারা

মুছে গেল সেই ফাইনালের ফিক্সিংয়ের অপবাদ