Scores

সাদমানের অর্ধশতক, লিড নিল বিসিবি একাদশ

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিপক্ষে সাদমান ইসলামের অর্ধশতকে প্রথম ইনিংসে লিডের দেখা পেয়েছে বিসিবি একাদশ। ৮ চার ও ১ ছক্কায় অর্ধশতক পূর্ণ করার পর শতকের পথে এগিয়ে যাচ্ছেন সাদমান।

ব্যাটিংয়ে বাংলাদেশ, এবাদতের অভিষেক

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৭৯ রানে অলআউট হয় কেএসসিএ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় সফরকারীরা। উদ্বোধনি জুটিতে পরিবর্তন এনে সাইফকে আগে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা।

Also Read - নিষেধাজ্ঞার শঙ্কায় পাকিস্তানের ক্রিকেটও!


তবে সুবিধা করতে পারেননি তিনি। ৩ রান করে দলীয় ৬ রানে সাজঘরে ফিরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সাদমানের সাথে দলের হাল ধরেন মুমিনুল। দুজনে মিলে সাবধানতার সাথে এগিয়ে যেতে থাকেন। চা বিরতির কিছুক্ষণ আগে ১০ রান করা মুমিনুলকে আউট করেন আনান দোদ্দামানি।

নাগা ভারাতের হাতে ক্যাচ দিলে ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর জহুরুল ইসলাম জুটি গড়েন সাদমানের সাথে। ক্রিজের এক প্রান্তে রানের চাকা সচল রেখে খেলতে থাকেন সাদমান। আর এতে দলকে লিড এনে নেওয়ার পাশাপাশি পেয়ে যান অর্ধশতক পূর্ণের স্বাদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। সাদমান অপরাজিত আছেন ৫৯ রানে। আর জহুরুল ব্যাট করছেন ৯ রানে।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা। শহিদুল ইসলাম, এবাদত হোসেন ও আরিফুল হক এ ত্রয়ীর  অগ্নিঝরা বোলিংয়ে ৪১ ওভারেই অলআউট হয় কেএসসিএ। সবকয়টি উইকেট হারানোর আগে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে জমা করতে সক্ষম হয় ৭৯ রান।

সফরকারী বোলারদের মধ্যে শহিদুল নেন সর্বোচ্চ ৫ উইকেট। তাছাড়া আরিফুল ৩ উইকেট ও এবাদতের প্রাপ্তিতে মেলে ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

প্রথম দিন,

কেএসসিএ (১ম ইনিংসে): ৪১ ওভারে ৭৯/১০
দেবায়া ১৮, প্রভীন ১৬, ; শহিদুল ১৬-৭-২০-৫, এবাদত ১৬-৬-৩৬-২, আরিফুল ৯-৪-২২-৩।

বিসিবি একাদশ (১ম ইনিংস): ২৫ ওভারে ৮৭/২
সাইফ ৩, সাদমান ৫৯*, মুমিনুল ১০, জহুরুল ৯*।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা সফরে কমছে টেস্ট, যোগ হচ্ছে টি-২০!

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি