
সাদমান-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ
প্রকাশিত হয়েছে - 2024-08-23T14:08:08+06:00
আপডেট হয়েছে - 2024-08-23T14:08:08+06:00
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে টিকে আছেন সাদমান ইসলাম এবং মুমিনুল হক। দুজনের ব্যাটে চড়ে পাকিস্তানের গড়া রানের পাহাড়ের জবাব দিচ্ছে টাইগাররা। ফিফটি হাঁকিয়ে লাঞ্চে গিয়েছেন সাদমান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শুরুতে দ্রুত ২ উইকেট তুলে নেন পাকিস্তানের বোলাররা।
বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে টিকে থাকা দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলামের জুটিটা অত বড় হয়নি। ৩১ রানের মাথায় থেমেছে ওপেনিং জুটি। ৫৮ বলে ১২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান জাকির।
এরপর সাদমানের সাথে যোগ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক ক্রিজে অনেকটা সময় কাটালেও বড় ইনিংস খেলতে পারেননি। দলের ৫৩ রানের মাথাতে ৪২ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন শান্ত। তবে সাদমান ঠিকই টিকে ছিলেন।
শান্তর বিদায়ের পর সাদমানের সাথে জুটি বেঁধেছেন মুমিনুল হক। দুজনের দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ঠাণ্ডা মাথার কার্যকরী ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছেন মুমিনুল-সাদমান। লাঞ্চ বিরতির ঠিক আগে দুজনেই চলে যান ফিফটির অনেক কাছে। লাঞ্চে যাওয়ার ঠিক আগের বলে ৪ মেরে ফিফটি পূর্ণ করেন সাদমান। ১২৩ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন সাদমান। আরেক প্রান্তে মুমিনুল টিকে আছেন ৬৬ বলে ৪৫ রান করে। ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন খুররাম শাহজাদ এবং নাসিম শাহ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।