
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। সেখানে ২০২১ সালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস পিছনে ফেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে৷
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মুমিনুল হক৷ তবে, অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা৷ উল্টো মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।
দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ম উইকেট জুটিতে ইতোমধ্যে ১৫০ রান যোগ করেছেন এই দুই ব্যাটার৷ তাদের বদৌলতে দিনের দ্বিতীয় সেশনে কোন উইকেটই হারায়নি বাংলাদেশ৷ সেই সাথে দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে তামিম ইকবালকে পিছনে ফেলে এক নম্বরে চলে গেছেন মুশফিকুর রহিম৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি৷
That maiden 💯 feeling 🥰🥰🥰
Live- https://t.co/XTNzfSlPwK#BANvPAK pic.twitter.com/DBHsxz3zxc
— bdcrictime.com (@BDCricTime) November 26, 2021
উইকেটের অপরপ্রান্তে মুশফিকুর রহিমকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস৷ পেয়েছেন ফিফটির দেখাও৷ ২০২১ সালে ৯ ইনিংসে ব্যাট করে লিটন দাস টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন আজ৷ আর সেই সাথে এবছরের রান সংগ্রাহকদের তালিকায় লিটন পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে৷
সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কাটালেও লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় কাটাচ্ছেন লিটন৷ মাত্র ৯ ইনিংসে ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৮৩ রান৷ আর সেই সাথে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি৷ লিটনের চেয়ে ৬ ইনিংস বেশি ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত ৪৪৭ রান করেছেন ভারতের অধিনায়ক৷ লিটনের ইনিংস সর্বোচ্চ যেখানে ১১৩* সেখান বিরাট কোহলি এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭২ রান।
.@LittonOfficial brings up his maiden Test 💯 #BANvPAK pic.twitter.com/t4tkUJnzgi
— bdcrictime.com (@BDCricTime) November 26, 2021
২০২১ সালের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় লিটন কুমার দাস এখন আছেন ১২ নম্বর স্থানে৷ তালিকার প্রথম স্থানে থাকা ইংলিশ ব্যাটার জো রুট এবছর সর্বমোট ২৩ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন কুমার দাস আছেন দুই নম্বরে৷ পিছনে ফেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও লঙ্কান নিশান ডিকওয়ালাকে ৷ তার সামনে এখন আছেন শুধু ভারতের রিশভ পান্ট৷ ১৯ ইনিংসে এ বছর ৭০৬ রান করেছেন তিনি৷
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে। ৪ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ বাংলাদেশের৷ লিটন কুমার দাস অপরাজিত আছেন ক্যারিয়ার সেরা ১১৩ রানে৷ শহিন শাহ আফ্রিদির বলে ৬৭ রানে সহজ ক্যাচ ছেড়ে তাকে একবার জীবন দিয়েছেন সাজিদ খান ৷
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।