
সিলেটে তিন ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের নিয়ন্ত্রণ সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের হাতে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৬৭ রানের জবাবে শ্রীলঙ্কা ‘এ’ দল সংগ্রহ করেছে ৩১২ রান। ১৪৫ রানের লিড পাওয়া লঙ্কানদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান।

দ্বিতীয় ইনিংসে এখনো ৮৮ রানে পিছিয়ে থাকায় স্বস্তিতে থাকতে পারছে না স্বাগতিকরা। ৩৬ বলে ১৯ রান করে সাদমান ইসলাম য়াউট হয়ে যাওয়ার পর ক্রিজে এসে সৌম্যকে নিয়ে দলের হাল ধরেন মিজানুর রহমান। শেষ পর্যন্ত আর কোনো উইকেট পতন হতে না দিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন এই দুই ব্যাটসম্যান।
৫১ বল খেলে ২৪ রান নিয়ে সৌম্য ও ১৫ বল মোকাবেলায় ১৩ রান করে মিজানুর রহমান অপরাজিত রয়েছেন। আগামীকাল সিলেটে এই দুই ব্যাটসম্যান আবারও তৃতীয় দিনের খেলা গোড়াপত্তন করবেন।
এর আগে ৩ উইকেটে ৭৮ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে পথ দেখায় শেহান জয়াসুরিয়া ও আশান শাম্মুর ব্যাটিং। তাদের ব্যাট থেকে আসে একটি শতক ও একটি অর্ধ-শতক। চতুর্থ উইকেটে ১১৮ রানের কার্যকরী এক জুটি গড়ে দলের স্কোর বড় করতে সাহায্য করেন এই দুজন। শেষমেশ সাজঘরে ফিরেছেন অবশ্য দুজনই। তার আগে ১৫৫ বলের মোকাবেলায় শেহান করেছেন ১৪২ রান এবং ১০৫ বলের মোকাবেলায় শাম্মু করেছেন ৬০ রান।
এই দুজনের বিদায়ের পর শ্রীলঙ্কা ‘এ’ খুব একটা সুবিধা করতে পারেনি। দলের পক্ষে অন্যদের মধ্য থেকে বলার মত রান পেয়েছেন মনোজ শরৎচন্দ্র (৩৩) ও মালিন্দা পুষ্পকুমারা (২৭)।
বল হাতে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরি থেকে ফেরার ম্যাচে বোলিং অনুশীলনটা ভালোই হয়েছে দেশের অন্যতম সেরা পেসারের। মাত্র ১১ ওভার বল করে একটি মেডেনে ৪৪ রান দেওয়ার বিনিময়ে তিনি শিকার করেন তিনটি উইকেট, যার মধ্যে ছিল সেঞ্চুরিয়ান শেহানের উইকেটও। তার দুর্দান্ত বোলিংয়ের পর ম্যাচের মোড় ঘুরাতে এখন ব্যাটসম্যানদের কাছ থেকে প্রয়োজন দৃঢ় ব্যাটিং। তা না হলে সিরিজের শেষ ম্যাচে পরাজয়ও জুটতে পারে আগের দুটি ম্যাচ ড্র করা স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৬৭/১০ (প্রথম ইনিংস)
(সাদমান ৯, সৌম্য ১৪, মিজানুর ১৪, সাইফ ৭, জাকির ৪২, মিঠুন ৩, আফিফ ১২, সানজামুল ৪১*, নাঈম ২২, মুস্তাফিজ ০, খালেদ ১)
শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস: ৩১২/১০ (৮১.১ ওভার)
জয়াসুরিয়া ১৪২, শাম্মু ৬০; সানজামুল ১০৪/৪, মুস্তাফিজ ৪৪/৩
বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৫৭/১ (১৭ ওভার)
সৌম্য ২৪*, মিজানুর ১৩*, সাদমান ১৯; পুষ্পাকুমারা ২২/১
বাংলাদেশ ৮৮ রানে পিছিয়ে।
আরও পড়ুন: জ্যামাইকায়ও থাকবে সবুজ উইকেট!