Scores

সানির চোখে ‘ন্যাচারাল’ মুস্তাফিজ

সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলের তারকা পেসার ফর্মই হারিয়ে বসেছিলেন। জাতীয় দল তো বটেই, বঙ্গবন্ধু বিপিএলেও ভালো করতে পারছিলেন না। উপমহাদেশের ক্রিকেটীয় পরিবেশ বলে কথা; রব উঠে গেল- মুস্তাফিজ কি তবে ফুরিয়েই গেলেন?

সানির চোখে ‘ন্যাচারাল’ মুস্তাফিজ

না, আবির্ভাবেই বিশ্ব কাঁপানো পেসার ফুরিয়ে যাননি। বরং আর দশজন খেলোয়াড়ের মতই গ্রাফে ওঠানামা করেছে তার ফর্ম। বিপিএলেই তিনি ফের নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। তার দারুণ বোলিং নৈপুণ্যেই আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রংপুর রেঞ্জার্স।

Also Read - তামিমের ধীরগতির ফিফটি; আসিফের ব্যাটিং ঝড়সোমবারের (৩০ ডিসেম্বর) ম্যাচে মুস্তাফিজ ৪ ওভার বল করে শিকার করেছেন ৩টি উইকেট, খরচ করেছেন মাত্র ১০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে ভালো বোলিং আশা করা যায় না। আগের ম্যাচেও ছন্দে ছিলেন মুস্তাফিজ, সে ম্যাচেও পেয়েছিলেন তিনটি উইকেট।

সোমবারের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে রংপুরে মুস্তাফিজের সতীর্থ আরাফাত সানি বলেন, ‘মুস্তাফিজ সবসময়ই ভালো বোলার ছিল। মাঝখানে হয়ত খারাপ সময় চলছিল। ও আবার কামব্যাক করেছে।’

সানি মনে করেন, মুস্তাফিজ এখন যেমন ছন্দে রয়েছেন- এটাই তার সহজাত বা স্বভাবজাত পারফরম্যান্স। মুস্তাফিজের এমন বোলিংকে দলের জন্য বাড়তি পাওনা বলেও মনে করছেন তিনি।

সানি বলেন, ‘গত দুইটা ম্যাচে ও অনেক ভালো বল করেছে। চট্টগ্রাম পর্ব থেকেই মূলত ওর ভালো পারফরম্যান্স শুরু হয়েছে। ন্যাচারেলি সে এরকমই বল করে। আলহামদুলিল্লাহ, সে আবার কামব্যাক করেছে, ভালো ফর্মে ফিরেছে- এটা আমাদের জন্য বাড়তি পাওয়া।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বারবার নেতৃত্ব বদলে সমস্যা দেখছে না রংপুর

বিশ্বকাপ নয়, বিপিএলে পুরোপুরি মনোযোগ সানির

ভারতকে সিরিজ হারানো ‘অসম্ভব’ নয়!

‘গ্রেট’ ভেট্টোরির কাছ থেকে অনেক শিখতে চান সানি

হঠাৎ যে কারণে জাতীয় দলে আল আমিন-সানি