‘সাফল্যের কোনও শর্টকাট পথ হয় না’
করোনাভাইরাসের প্রকোপে বন্ধ আছে ক্রিকেট। এতে সবাই যখন ক্রিকেটীয় কার্যক্রম গুটিয়ে রীতিমত গৃহবন্দি, তখনও ব্যস্ত সময় কাটছে ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের। বর্তমান সময়ের বেশিরভাগই জুনিয়র ক্রিকেটারদের দিকনির্দেশনা দিয়ে কাটাচ্ছেন রাহুল। সাফল্য পেতে শর্টকাট রাস্তা পরিহারের পরামর্শ দিচ্ছেন তিনি।
নিজে বাইশ গজের পাঠ চোকালেও ক্রিকেটের মায়া ছাড়তে পারেননি দ্য ওয়াল। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আছেন তিনি। দেশটির জুনিয়র ক্রিকেটদের প্রতি আলাদা একটা টান আছে রাহুলের। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে দেশকে বিশ্বকাপও জিতিয়েছেন তিনি।
Also Read - রেকর্ড নিয়ে ভাবতে চান না মিরাজ
কোভিড-১৯ এর সংক্রমণ থেকে বাঁচতে গোটা ভারতজুড়ে চলছে লকডাউন। মাঠে ফিরে ক্রিকেটাররা কঠিন পরিস্থিতির সাথে কীভাবে লড়বেন তার পাঠ দিচ্ছেন রাহুল। বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে থেকে লকডাউনের মধ্যে কাজ করছেন বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে।
সম্প্রতি আইপিএলের দল রাজস্থান রয়্যালস আয়োজিত এক ওয়েব সেমিনারে অংশ নিয়ে রাহুল বলেন, ‘এই কঠিন সময় মোকাবিলা কীভাবে করা যায়, তা বিশেষজ্ঞদের মাধ্যমে ক্রিকেটারদের শেখানোর চেষ্টা করছি। বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ টিমের খেলোয়াড়দেরও এই পাঠ দেওয়া হচ্ছে।’
আগামীদিনে যারা ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব দিবে, তাদের কীভাবে দিকনির্দেশনা দিচ্ছেন সেটাও জানান রহুল। যেখান আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হতে একাধিক আত্মত্যাগ আর সাফল্যের সন্ধানে শর্টকাট পথ অনুসরণ থেকে সাবধান করছেন তিনি।
এ প্রসঙ্গে রাহুল জানান, ‘জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমি নিজের মিল খুঁজে পাই। কিশোর বয়সে আমার মনেও ভিড় করে থাকত অনিশ্চয়তা। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলে ঢোকাটাই ছিল বড় চ্যালেঞ্জ। ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে আমার অভিষেক হয়েছিল। তারপর জাতীয় দলে খেলতে লেগেছিল আরও পাঁচ বছর।’
‘ভারতীয় জার্সিতে নিজেকে মেলে ধরতে পারব কীনা তা নিয়েও আমার মনে সংশয় ছিল। এই সময়ে একাধিক ঝুঁকি নিয়েছি। প্রচুর আত্মত্যাগও করেছি। আমি মনে করি, সাফল্যের কোনও শর্টকাট পথ হয় না। কথাটা সবসময় আমি জুনিয়রদের বলি।’– সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।