SCORE

‘সাবেক অধিনায়ক’ হিসেবেই মুশফিকের ‘সেরা অর্জনে’র রোমাঞ্চ

২০১১ সালে একসাথে তিন ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অবশ্য দলের ব্যর্থতার কারণে ২০১৪ সালেই রঙিন পোশাকে তার অধিনায়কত্বের অবসান ঘটে।

আরেকবার সুযোগ পেতে পারেন মুশফিক

টেস্টে অবশ্য মুশফিকের উপরই আস্থা রেখেছিল বোর্ড। তবে গত ১০ ডিসেম্বর সেই আস্থাটুকুরও ইতি ঘটে। ২০১৭ সালের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ, এমনকি অর্জন করা যায়নি সম্মানজনক ড্র-ও। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভরাডুবির পর গুঞ্জন উঠে অধিনায়ক পরিবর্তনের। এরই ধারাবাহিকতায় মুশফিককে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দিয়ে টেস্টে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের নাম।

Also Read - আফগানিস্তানকে সমীহই করছেন মুশফিক

বাংলাদেশকে ৩৪ টি টেস্টে নেতৃত্ব দেওয়া মুশফিকের দখলেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্টে অধিনায়কত্ব করার রেকর্ড। এই ৩৪ টেস্টের ৭টি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ৯টি টেস্ট। বাকি ১৮ টেস্টে বরণ করে নিতে হয়েছে পরাজয়। বিগত বছরগুলোর তুলনায় এই পরিসংখ্যান ছিল যথেষ্ট সন্তোষজনক। ঘরের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় ও গলে বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব হয়েছিল অধিনায়ক মুশফিকের অধীনেই। এছাড়া চারটি জয় এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

মঙ্গলবার (১ মে) প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ে অষ্টম স্থানে উত্থিত হওয়ার খুশির সংবাদ রোমাঞ্চিত করল ‘সাবেক অধিনায়ক’ মুশফিককেও। বাংলাদেশের স্মরণীয় জয়গুলো নিয়ে বাংলাদেশ মাঠ ছেড়েছিল তো তার নেতৃত্বেই! মুশফিককে তাই স্পর্শ করল আবেগ-

‘অবশ্যই এক দিক দিয়ে ভালো লাগে। কারণ আমি যেসময় অধিনায়ক ছিলাম তখন বড় জয় ছিল। স্মৃতি তো অবশ্যই থাকে। ভালো লাগা কাজ করে।’

তবে এজন্য দলের অন্যদের কীর্তিকে খাটো করে দেখছেন না তিনি। সংবাদমাধ্যমকে মুশফিক বলেন, ‘তারপরও আমি মনে করি অধিনায়ক বড় অংশ হলেও খেলোয়াড়দের সাফল্য না থাকলে কখনই এটা সম্ভব না। আমার সময় ওই কয়েকটা সিরিজ যারা খেলেছেন, কঠোর পরিশ্রম করেছেন। শুধু প্লেয়াররা না কোচিং স্টাফ থেকে শুরু করে সবাইকেই কৃতিত্বটা দিতে চাই।’

আরও পড়ুনঃ বিশ্বকাপে ভালো করার সেরা সুযোগ এবার!

Related Articles

ইংল্যান্ডের জয়েই কুকের ক্যারিয়ারের ইতি

জয়ের ভেঁপু শুনছে ভারত

কোহলির ব্যাটে রেকর্ড-বুকে বয়ে গেল ঝড়!

চোট পেয়ে মাঠ ছাড়লেন বেয়ারস্টো

পান্ডিয়ার গতিতে বিধ্বস্ত ইংল্যান্ড