“সাব্বিরের জন্য হলেও জেতা উচিত ছিল”
দীর্ঘদিন পর হেসেছে সাব্বির রহমানের ব্যাট। সিলেট সিক্সার্সের তারকা এই ক্রিকেটারের ৮৫ রানের ইনিংসে ভর করে শনিবার (১৯ জানুয়ারি) ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিক দল। যদিও রংপুরের বিচক্ষণ ব্যাটিং ও বল হাতে শেষদিকে সিক্সার্স পেসার মেহেদী হাসান রানার ব্যর্থতার সিলেটকে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে বাধ্য করেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন পেসার তাসকিন আহমেদ। এ সময় তিনি পরাজয় নিয়ে হতাশা প্রকাশ করেন।
Also Read - প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ডের সামনে তামিম১৯৪ রান করার পরও ম্যাচ হেরে যাওয়া মেনে নিতে পারছেন না তাসকিন। স্বাগতিক হিসেবে এটিই ছিল সিলেট সিক্সার্সের শেষ ম্যাচ। তাই দুঃখটা যেন একটু বেশিই! তাসকিন বলেন, ‘ম্যাচ হারলে একটু খারাপ লাগে। এই ম্যাচটা জেতার খুব ইচ্ছে ছিল। চেষ্টা করেছি। খুবই ভালো ব্যাটিং সহায়ক উইকেট। ১৯৪ রান করে হারাটা মোটেও উচিত হয়নি। একটু দুঃখজনক।’
ম্যাচে খরুচে বোলিং করলেও তাসকিন পেয়েছেন চারটি উইকেট। তবে দল হেরে যাওয়ায় উইকেট প্রাপ্তির আনন্দ নেই তার কাছে। তার ভাষ্য, ‘কিছু কিছু ভুল হয়েছে। কিছু ক্যাচ ড্রপ, কিছু বাজে ওভার। সবমিলিয়ে এটা দলীয় খেলা। ব্যক্তিগত পারফরম্যান্সে উইকেট পেয়েছি চারটি, শুধু সেজন্যই আমি খুশি না। ঠিক আছে, আমি ভালো ভালো চারটি উইকেট পেয়েছি, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা।’
দীর্ঘদিন পর ব্যাটে রান পাওয়া সাব্বিরের জন্য হলেও ম্যাচটি সিলেটের জেতা উচিত ছিল বলে মনে করেন তাসকিন। জানান, সাব্বিরের ইনিংস বৃথা যাওয়ায় কষ্ট পেয়েছেন তিনি, ‘ব্যক্তিগতভাবে আজকে আমার ম্যাচ হারার পর খুবই খারাপ লাগছে, জিতলে হয়ত সাব্বির ম্যাচ সেরা হতো। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। ওর জন্য হলেও জেতা উচিত ছিল।’
তাসকিন আরও বলেন, ‘এই লেভেলে টি-২০ ফরম্যাটে যাদের সাথে আমরা খেলি, আমাদের স্থানীয়দের মধ্যে সেরা খেলোয়াড়রাই খেলে। আর বিদেশিরা তো সবাই প্রমাণিত খেলোয়াড় থাকে।’