সাব্বিরের ‘ডাক’-এর দিনে আশরাফুলদের শিরোপা উৎসব
আবারো ব্যর্থ সাব্বির রহমান। আগের দিন করেছিলেন ১ রান, এবার সাজঘরে ফিরলেন কোনো রান না করেই। কুমিল্লার লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সাব্বিরের দল হেরে গেছে।
এক দিন আগে কুমিল্লারই আরেক টুর্নামেন্টে দলকে দারুণ নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন। তবে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সাব্বির শিরোপা জিততে পারেনি। এই টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে আশরাফুলের দল। সাব্বিরের দলে ছিলেন আরেক তারকা পেসার আবু হায়দার রনিও। তবে তিনিও দলকে শিরোপা জেতাতে পারেননি।
Also Read - ব্যাংকার্স লিগে ইসলামী, ঢাকা, ব্র্যাক ও প্রাইম ব্যাংকের জয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আয়োজনে মুজিববর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে মনোহরগঞ্জ উপজেলা। ফাইনালে দলটির প্রতিপক্ষ ছিল বড়ুরা উপজেলা।
আশরাফুল শিরোপা জিতলেও দর্শকদের হতাশা করেছে তার ব্যাটও। মাত্র ৫ রান করেন তিনি। ম্যাচের সেরা খেলোয়াড় নিরবাচিত হন শফিকুল, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্ট-জুড়ে ১৫ উইকেট শিকারের পাশাপাশি ১৭৩ রান করেন তিনি।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের এমপি নসিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার প্রমুখ।

স্কোর
মনোহরগঞ্জ উপজেলা ১৭৭/৯ (২০ ওভার)
আশরাফুল ৫, রানা ৩১, আবু বাক্কার ২৬
ফিরোজ ১৯/২, ইমন ২৪/২
বরুড়া উপজেলা ১২৭ (১৫.৩ ওভার)
সাব্বির ০, তানভির ৪৫, উদয় ৩৬
শফিকুল ২৭/৪, রাজু ২৪/৩
মনোহরগঞ্জ উপজেলা ৫০ রানে জয়ী
ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা: শফিকুল (মনোহরগঞ্জ উপজেলা)
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।