Scores

জমকালো আয়োজনে সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে এই তারকা ক্রিকেটারের বিবাহোত্তর সংবর্ধনা বা বৌভাত সম্পন্ন হয়। 

সাব্বিরের বিবাহোত্তর সংবর্ধনায় তারার মেলাএর আগে গত শনিবার (১৭ আগস্ট) সাব্বির ও তার স্ত্রী অর্পার গায়ে হলুদ সম্পন্ন হয়। গায়ে হলুদের মত বৌভাত অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা। ছিলেন ক্রিকেট অঙ্গনের গণ্যমান্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ক্রিকেটাররা। ছিলেন সাব্বিরের ঘনিষ্ঠজন ও দুই পক্ষের পরিবারবর্গ। আয়োজন জুড়ে সাব্বির ও তার স্ত্রী অর্পার সাথে ছবি তুলতে ব্যস্ত ছিলেন আমন্ত্রিত অতিথিরা।

Also Read - কিউই স্কোয়াডে চমক, অধিনায়ক সাউদি

আন্তর্জাতিক ও ঘরোয়া সূচি মেনে চলতে গিয়ে ক্রিকেটারদের ক্রিকেটীয় ব্যস্ততা থেকে দূরে থাকার সুযোগই মেলে কম। তবে যেটুকু সময় পাওয়া যায়, তার মধ্যেই সেরে নিতে হয় ব্যক্তিগত কাজগুলো। জাতীয় দলের হার্ডহিটিং ব্যাটসম্যান সাব্বির তাই ঈদের ছুটির পরপরই সেরে নেন বিবাহোত্তর আনুষ্ঠানিকতা।

এই তারকা ক্রিকেটার অবশ্য বিয়ের মূল আনুষ্ঠানিকতা সেরেছেন বেশ কয়েকদিন আগেই। গত মার্চে প্রেয়সী অর্পার সাথে তার আকদ সম্পন্ন হয়। সেই অনুষ্ঠান ছিল একেবারে ঘরোয়া পরিবেশে। ক্রিকেট অঙ্গনের কথা চিন্তা করলেও একটি বড় আয়োজন চাই-ই। আর সেই আনুষ্ঠানিকতার দ্বিতীয় পর্ব অর্থাৎ বৌভাত সম্পন্ন হল মঙ্গলবার।


বিয়ের কার্যাদি সম্পন্নের জন্য সাব্বির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ১০ দিনের ছুটি নিয়েছেন। তার সেই ছুটি শেষ হবে আগামী ২৭ আগস্ট। ২৮ আগস্ট থেকে যোগ দেবেন জাতীয় দলের সাথে। সামনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটারদের সামনে তাই ব্যস্ত সময়।

ভিডিওতে দেখুন-

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

জার্সিতে ‘ভুলবশত’ বাংলাদেশ বাদ পড়েছিল, দাবি বিসিবির

টি-টেনের জন্য প্রস্তুতি ম্যাচকে মোসাদ্দেকের ‘না’

জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জেতার প্রত্যাশা শরিফুলের

সমালোচনার মুখে জার্সিতে পরিবর্তন

বাংলাদেশে ‘অনুশীলন’ নিয়ে সন্তুষ্ট নন সিমন্স