Scores

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে মাঝেমাঝে বোলিংও করে থাকেন সাব্বির রহমান; তবে সেটা নিতান্তই কালেভদ্রে। জাতীয় দলে বল হাতে দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বল হাতে তুলে নেন তিনি। বিডিক্রিকটাইমের সরাসরি আড্ডায় এই ক্রিকেটার জানান তাকে বোলিংয়ের ব্যাপারে সাহায্য করেন খালেদ মাহমুদ সুজন।

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

ওয়ানডে ক্রিকেটে তিনটি ও টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়টি- মোট নয়টি আন্তর্জাতিক উইকেট আছে সাব্বিরের নামের পাশে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তার শিকারের সংখ্যা ৯৬টি। পরিসংখ্যানটি খুব খারাপও নয়। বাংলাদেশ দল যেখানে একজন লেগ স্পিনার খুঁজতে মরিয়া সেখানে সাব্বিরকে বাজিয়ে না দেখার কারণ তিনি মনে করেন, তিনি নিজে এই বিভাগে অতটা দক্ষতা দেখিয়ে অধিনায়কের আস্থা অর্জন করতে পারেননি।

Also Read - ইসিবির কাছে আর্থিক পুরস্কারের দাবি স্যামির


সাব্বিরের ভাষায়, ‘সুজন ভাই আমাকে বোলিংয়ের ব্যাপারে অনেক সাহায্য করেছিলেন। আসলে যখন আমি ম্যাচ খেলি আমাদের দলে অনেক বোলার থাকেন। দুইজন লেফট-আর্ম, একজন অফ স্পিনার, তিনজন পেসার থাকেন ফলে হয়তো অধিনায়কও সেভাবে সুযোগ দিতে পারেন না আর আমিও তেমন কিছু হয়তো করতে পারিনি। আমি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং করেছি। কিন্তু আমার মনে হয় অধিনায়ক আমাকে বোলিং করতে দেওয়ার সেই আত্মবিশ্বাসটা পাননি।’

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন সাব্বির। সাবেক ক্রিকেটার সুজন তাকে এই ব্যাপারে সাহায্য করেন বলেও জানান তিনি। সাব্বির বলেন,

‘আমার কাছে মনে হয় বোলিংয়ে আরেকটু নজর দেওয়া উচিত। যে সমস্যাগুলো ছিল কাটিতে উঠতে হবে। কোচ, সুজন ভাইয়ের কাছে থেকে অনেক কিছু জানতে পেরেছি। উনারা অনেক পরামর্শ দিয়েছেন। আমি বোলিংয়ের ভিডিও দেখি। আমার জন্য এবং দলের জন্য এটা একটা বিকল্প সুযোগ হওয়া উচিত। চেষ্টা করছি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতে পারলে আমার জন্য এবং দলের অনেক ভালো হবে।’

সাব্বির রহমানের সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন এখানে :

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

কোয়ারেন্টিনের ভালো দিকও দেখছেন সুজন

আক্রমণাত্মক ও ইতিবাচক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

ক্রিকেটারদের চেষ্টা ও নিবেদনের কমতি দেখছেন না সুজন

তিশার সাথে মিউজিক ভিডিওর গল্প শোনালেন সুজন

শেষ কামড় দেওয়ার মত লড়াই চান সুজন