Scores

সাব্বিরের সাথে তেমন কিছুই হয়নি, বলছেন মিরাজ

গণমাধ্যমের কল্যাণে ক্রিকেটের খুঁটিনাটি ঘটনাও কখনো বেশ বড় হয়ে ওঠে। ২০১৮ সালে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজ চলাকালে ক্রিকেটার সাব্বির রহমান তার সতীর্থ মেহেদী হাসান মিরাজের সাথে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে।

সাব্বিরের সাথে তেমন কিছুই হয়নি, বললেন মিরাজ

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এর একটি প্রতিবেদনে বিষয়টি উঠে আসার পর অবশ্য সবসময়ই অভিযোগ নাকচ করেছেন সাব্বির। আফগানিস্তানের কাছে তিন ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের কাছে হোয়াইটওয়াশের চেয়েও বড় গ্লানি হয়ে দাঁড়িয়েছিল অনুজ মিরাজের সাথে সাব্বিরের দুর্ব্যবহারের বিষয়টি।

Also Read - দ্রুতই অধিনায়কত্ব চান না মিরাজ


আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবরে দাবি ছিল এমন- সাব্বিরের সাথে মিরাজের বাকবিতণ্ডা হলে তা চরম পর্যায় ধারণ করে। এ কারণে সাব্বির সিরিজের তৃতীয় ম্যাচের দল থেকে বাদ পড়েন বলেও গুঞ্জন ওঠে। ঘটনার রেশ থাকতে থাকতেই ফেসবুক লাইভে হাজির হন সাব্বির ও মিরাজ। সেখানে দুজনের মধ্যকার বিষয়টিকে নিছক ভুল বোঝাবুঝি হিসেবে দাবি করেন।

তবে এখনো অনেকের আলোচনায় উঠে আসে সেই বিতর্ক। এ নিয়ে বিডিক্রিকটাইম এর লাইভ আড্ডায় অতিথি হিসেবে হাজির হওয়া মিরাজকে প্রশ্ন করা হলে এবারো মিরাজ দাবি করলেন, সাব্বিরকে নিয়ে গুরুতর কিছু হয়নি সেদিন।


মিরাজ বলেন, ‘তেমন কিছু না, আসলে ঝামেলা না। আমাকে তো উনি অনেক আদর করে। বিশেষ করে সাব্বির ভাই অনেক আদর করে। এজন্য আমাকে অনেক সময় বকাও দেয়। তেমনই টুকটাক বকা দিয়েছিল- এই। এছাড়া তেমন কোনো কিছু হয়নি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিদেশে ভালো করার প্রচেষ্টায় তাইজুল

আমার সাথে চরম অন্যায় করা হয়েছে : নাফীস

সপরিবারে করোনামুক্ত নাফিস ইকবাল

বাংলাদেশে কোচ হওয়া ‘ঝুঁকিপূর্ণ’, বলছেন পাইলট

মাঠ থেকে অবসর নেওয়ার সংস্কৃতি চান পাইলট-আশরাফুল