SCORE

সামনে আরও কঠিন পথ দেখছেন মুশফিক

মঙ্গলবার টেস্ট র‍্যাংকিং বাৎসরিক হালনাগাদ করে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে প্রথমবারের মতো বাংলাদেশ এসেছে তালিকার আটে, যা টাইগারদের সর্বকালের সেরা অবস্থান।

ভারতের বিপক্ষে কিপিং ছেড়ে ফিল্ডিং করার এক মুহূর্তে মুশফিক

এই অর্জনের পেছনে বড় ভূমিকা ছিল মুশফিকুর রহিমের, যিনি গত বছরের শেষদিকে অধিনায়কত্ব থেকে অপসারিত হলেও এর আগে দীর্ঘদিন ছিলেন টেস্ট দলের নেতৃত্বে।

Also Read - বৃদ্ধ অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান মুশফিকের

সেই মুশফিক দলের এমন অর্জনকে দেখছেন টেস্টে উন্নতি করার ফল হিসেবেই। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘অবশ্যই ভালো। আমাদের নিশ্চয়ই একটা গ্রাফ থাকে উপরের দিকে যাওয়ার। আগে দেখেছেন আমরা ওয়ানডেতে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম। টি-টোয়েন্টিতে আশানুরূপ প্রগ্রেস না হলেও শেষ টি-টোয়েন্টি সিরিজটা ভালো গেছে। টেস্টে যে আমরা উন্নতি করছি, শেষ চার-পাঁচ বছর যে ভালো খেলছি এটারই একটা (র‍্যাঙ্কিং) শো করে।’

তবে মুশফিকের দৃষ্টিতে, র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে ওঠার চেয়েও বেশি কঠিন সেটা ধরে রাখা বা সামনে এগিয়ে যাওয়া। তিনি বলেন-

‘এক সিরিজ ভালো খেললে তো আর র‍্যাঙ্কিং উন্নতি হয় না। সেদিক থেকে বলবো কঠোর পরিশ্রম করলে উন্নতি করাটা সহজ হয়। কিন্তু এখন অবস্থান ধরে রাখা আরও কঠিন, এবং এর থেকে উপরে যাওয়া আরও কঠিন হবে সামনে। তবে আমাদের দলের যে প্লেয়াররা আছেন তাদের সামর্থ্য আছে এগিয়ে যাওয়ার।’

দেশের মাটিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলকে টেস্ট বধের প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমাদের পরিকল্পনাই এটা ছিল। কারণ হোম কন্ডিশনে ভালো করার সুযোগটা বেশি, আর যে কোনো দলের জন্যই এখানে খেলা কঠিন হয়। আমরা পরিকল্পনা নিয়েছিলাম হোম কন্ডিশনে যদি আমরা অলআউট ক্রিকেট খেলতে পারি। রেজাল্ট আমাদের পক্ষে এলে অনেক অর্জন আসবে। পরিকল্পনার কথা ভাবলে এই দুই সিরিজ খুবই ভালো ছিল। আর একটা বিশ্বাসও দরকার ছিল নিজেদের। সেটা আমাদের মনে হয় সামনে কাজে লাগবে।’

আরও পড়ুনঃ টেস্ট র‍্যাংকিংয়ে উত্থানে সেরা অবস্থানে বাংলাদেশ

Related Articles

ইংল্যান্ডের জয়েই কুকের ক্যারিয়ারের ইতি

জয়ের ভেঁপু শুনছে ভারত

কোহলির ব্যাটে রেকর্ড-বুকে বয়ে গেল ঝড়!

চোট পেয়ে মাঠ ছাড়লেন বেয়ারস্টো

পান্ডিয়ার গতিতে বিধ্বস্ত ইংল্যান্ড