Scores

সারা বছর ফুটবলের মত টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা ক্যামেরুনের

আইসিসির ভবিষ্যৎ সভাপতি কে হবেন তা নিয়ে চলছে নানান আলোচনা। সৌরভ গাঙ্গুলিসহ আরো অনেকের নামই উঠে আসছে এই আলোচনায়। আলোচনায় রয়েছেন ওয়েস্টইন্ডিজ ক্রিকেটের সাবেক প্রধান ডেভ ক্যামেরুনের নামও। ডেভ ক্যামেরুন ২০১৩ সাল থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান।

সারা বছর ফুটবলের মত টি-টোয়েন্টি লীগের পরিকল্পনা ক্যামেরুনের
ডেভ ক্যামেরুন সম্প্রতি পিটিআইয়ের সাথে একটি সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা জানান। সেই সাক্ষাৎকারে বেশ অদ্ভুত কিছু প্রস্তাব জানান ক্যামেরুন। টি-টোয়েন্টি লীগকেই বেশি গুরুত্ব দিতে চান আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ক্যামেরুন।

Also Read - আকমল ইস্যুতে পিসিবির উপর চটেছেন কানেরিয়া


ক্যামেরুন জানান, “টেস্ট ক্রিকেট বাধ্যতামূলক হওয়া উচিত নয় ছোট দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের জন্য। তারা যদি খেলতে চায় তবেই খেলা উচিত। আমার স্বপ্ন রয়েছে ক্রিকেট নিয়ে সামনের দিনগুলোতে। আমার স্বপ্ন ক্রিকেটকে আরো জনপ্রিয় করা উপমহাদেশের বাইরে বিশেষ করে চীন ও অন্য দেশগুলোতে। এই পরিকল্পনায় ভারত থাকতেই হবে। ক্রিকেটের যে কোনো পরিকল্পনায় ভারতের উপস্থিতি দরকার যেহেতু ক্রিকেট অর্থনীতির চালিকাশক্তি ভারত।”

ক্রিকেটকে অনেকটা ফুটবলের বিভিন্ন জনপ্রিয় লিগ ইপিএল, লা লীগা, সিরিআ- এর মত করে চালানোর স্বপ্নের কথাও জানান ক্যামেরুন। তিনি আরো বলেন, “আমি একটি লম্বা সময়ের আইপিএল চাই,লম্বা সময়ের টি-টোয়েন্টি লিগ চাই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও। এখন বেশি লাভ হয় টি টোয়েন্টি লিগ থেকেই, তাই লিগের সময় আরো বাড়াতে হবে ও বেশি দেশে ছড়িয়ে দিতে হবে যাতে আরো বেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে এইসব লিগে। আন্তর্জাতিক ক্রিকেট যত কম হবে তত বেশি সুবিধা যাতে খেলোয়াড়রা এইসব লিগে অংশগ্রহণ করতে পারে। আমি আরো বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতে চাই যার। বাণিজ্যিক সুবিধা রয়েছে ।”

ক্যামেরুন চান লিগগুলো ফুটবলের মত একই সময়ে চলুক সারা বিশ্বে। ইংল্যান্ডের কলিন গ্রেভস আইসিসি সভাপতি হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন। এছাড়াও সৌরভ গাঙ্গুলীতো আছেনই। কমপক্ষে দুইটি আইসিসি সদস্য বোর্ডের ভোট প্রয়োজন সভাপতির দৌঁড়ে লড়াই করতে। ক্যামেরুন জানিয়েছেন তিনি ইতিমধ্যে দুইটি ভোট নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাইরেও।

ক্যামেরুন,গাঙ্গুলি বা কলিন গ্রেভস সভাপতি কে হবেন তা সময়ই বলে দিবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষমতার লড়াইয়ের এই পরিবর্তনে সার্বিক ক্রিকেটের স্বার্থ যেন নষ্ট না হয় সেটিই হয়ত চাইবেন ভক্ত সমর্থকরা।

Related Articles

ভিডিও : কেকেআরে সাজলো বুর্জ খলিফা

আইপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে চেন্নাই-রাজস্থান ম্যাচ

ধোনির তুমুল সমালোচনায় গম্ভীর

আইপিএলে সবচেয়ে খরুচে ৫টি ওভার, তালিকায় নতুন লুঙ্গি

নাম পরিবর্তন করে ফেললেন কোহলি-মরিসরা