Scores

সাসেক্স একাডেমির ডিরেক্টর পদে হ্যালসল

রিচার্ড হ্যালসল যে বাংলাদেশে কাজ করতে আগ্রহী নন, সেটি অনুমান করা যাচ্ছিল গত বেশ কিছুদিন ধরেই। ঘরের মাটিতে বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে প্রধান কোচের শূন্য পদে তিনিই বসেছিলেন। তারপরও শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে দলের সাথে ছিলেন না তিনি। তার পরিবর্তে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এই সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

সাসেক্স একাডেমির ডিরেক্টর পদে হ্যালসল

হ্যালসলের শ্রীলঙ্কা সফরে না যাওয়ার ঘটনা জন্ম দিচ্ছিল তার অব্যাহতির ইঙ্গিত ও জোর গুঞ্জনের। অবশেষে গুঞ্জনই হয়েছে সত্যি। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন হ্যালসল।

Also Read - টেস্ট নয়, অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ম্যাচ


পদত্যাগের সময় হ্যালসল কারণ হিসেবে জানিয়েছিলেন, অসুস্থ বাবার পাশে থাকতেই কোচিং ক্যারিয়ার থেকে এই বিরতি তার। তবে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পরপরই নতুন দায়িত্ব চেপেছে হ্যালসলের কাঁধে। ইংলিশ কাউন্টির দল সাসেক্সের একাডেমিতে ডিরেক্টর পদে নিয়োগ পেয়েছেন তিনি।

অবশ্য ইংল্যান্ডের নাগরিকত্ব ধারণ করা হ্যালসলের জন্য সাসেক্স ঘরের মাটিই। এর আগেও দলটির হয়ে কাজ করেছেন তিনি। ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দলটির ফিল্ডিং কোচের ভূমিকায় ছিলেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।

২০১৪ সালের অক্টোবরে ফিল্ডিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সাথে কাজ করা শুরু করেন ক্রিকেট অঙ্গনের পরিচিত কোচ রিচার্ড হ্যালসল। দীর্ঘদিন ধরে কাজ করার ফলে তার উপর তৈরি হয় বিসিবির আস্থা। সেই আস্থার ফল হিসেবেই একটা সময় তার কাঁধে বোর্ড থেকে অর্পণ করা হয় দলের সহকারী কোচের দায়িত্ব।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এই হ্যালসলই ছিলেন কাগজে-কলমে বাংলাদেশ দলের প্রধান শিক্ষক। যদিও ‘টেকনিক্যাল ডিরেক্টর’-এর ভূমিকায় সবকিছু দেখভাল করেছেন খালেদ মাহমুদ সুজন। তবুও হ্যালসলের প্রভাব অস্বীকার করার উপায় নেই। অবশ্য প্রায় চার বছর বাংলাদেশে কাজ করা এই কোচের বিরুদ্ধে আছে দলের উপর খবরদারী করার অভিযোগও!

আরও পড়ুনঃ নিদাহাস ট্রফিতে হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশের জন্য হ্যালসলের পরামর্শ

সুসম্পর্ক ছিল সিনিয়রদের সাথে : হ্যালসল

অসুস্থ বাবার পাশে থাকতেই হ্যালসলের পদত্যাগ

সহকারী কোচ রিচার্ড হ্যালসলের পদত্যাগ!

দলের সাথে না থেকেও সহকারী কোচ হ্যালসল!