Scores

সাড়ে ছয় বছর ধরেই লকডাউনে ভারতীয় ক্রিকেটার!

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। সবাই যার যার পেশা থেকেও কার্যত দূরে। তবে এমন অবস্থার সাথে দীর্ঘদিন ধরে পরিচিত ভারতীয় ক্রিকেটার শান্তাকুমারন শ্রীশান্ত। সাবেক এই পেসারের দাবি, ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়ে বিগত সাড়ে ছয় বছর ধরেই তিনি লকডাউনে আছেন!

আজীবন নিষিদ্ধই থাকছেন শ্রীশান্ত

২০১১ সালে ভারতের হয়ে শেষবারের মত খেলেছেন শ্রীশান্ত। জিতেছেন বিশ্বকাপও, খেলেছেন মহাগুরুত্বপূর্ণ ফাইনাল। এরপর ঘরোয়া ক্রিকেট খেলেছেন ২০১৩ পর্যন্ত। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রমাণিত হওয়ায় তার ক্যারিয়ার লণ্ডভণ্ড হয়ে যায়।

Also Read - টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে অ্যাশেজ, পাক-ভারত সিরিজ!


নিষিদ্ধ হওয়ার পর সময়টা এতই বিষাদময় হয়ে ছিল শ্রীশান্তের জন্য, তার কাছে লকডাউনের মতই। কারণ এই সময়ে তিনি ক্রিকেটের সাথে যুক্ত থাকতে পারেননি, যা সবচেয়ে বেশি ভালোবাসেন বলে শ্রীশান্তের দাবি।

শ্রীশান্ত বলেন, ‘দেখুন, সবাই গত এক মাস বা কাছাকাছি সময় ধরে লকডাউনে আছে। অথচ আমার পেশার কথা চিন্তা করলে গত সাড়ে ছয় বছর ধরেই আমি লকডাউনে আছি। আমি সময় কাটাচ্ছি সিনেমা দেখে, টিভি দেখে, অন্যান্য কাজ করে। অথচ সবচেয়ে বেশি ভালোবাসি যে ক্রিকেট, সেখানেই আমি নেই!।’


স্পট ফিক্সিং কেলেঙ্কারি শান্তাকুমারন শ্রীশান্তের ক্যারিয়ারটাই এলোমেলো করে দিয়েছে। অবশ্য তার দৃষ্টিতে- ‘জীবনটাই’। ভারত জাতীয় দলের এই ক্রিকেটার আইপিএলে ফিক্সিং করে অভিযুক্ত হন। যদিও অভিযোগ প্রমাণিত হওয়ার দীর্ঘ সময় পরও এখন তার দাবি- তিনি নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে- এমন দাবি করে বাবা-মায়ের নাম নিয়েও নিজের পক্ষে সাফাই গেয়েছেন এই ক্রিকেটার। অবশ্য তার আজীবন নিষেধাজ্ঞা কমিয়ে শাস্তির মেয়াদ ৭ বছর করা হয়েছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে কোয়াবের ‘দুই’ আর্জি

পেসারদের ভিডিও কলে পরামর্শ দিচ্ছেন গিবসন

আক্রান্ত হলে দায় নিতে হবে ক্রিকেটারদের

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে পাঁচটি নিয়মে পরিবর্তন

অপেক্ষার ইতি টেনে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট