Scores

সিএনজি চালকের সাথে হাতাহাতিতে জড়িয়ে বিতর্কে শাহাদাত

এক সিএনজি চালকের সাথে হাতাহাতিতে জড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেস বোলার শাহাদাত হোসেন। রোববার মোহাম্মদপুরে শাহাদাত হোসেনের গাড়ির সাথে সিএনজির ধাক্কা লাগার পর এ ঘটনা ঘটে।

সিএনজি চালকের সাথে হাতাহাতিতে জড়িয়ে বিতর্কে শাহাদাত
শাহাদাত হোসেন। ফাইল ছবি।

গাড়ির চালকের আসনে ছিলেন শাহাদাত হোসেন নিজেই। একটি সিএনজি এসে গাড়িতে ধাক্কা দিলে তিনি গাড়ি থেকে নেমে সিএনজি চালকের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পেরে গালাগালি করা এবং সিএনজি চালকের কলার চেপে ধরে তাকে মারার অভিযোগ উঠেছে শাহাদাতের বিরুদ্ধে।

তবে এ অভিযোগ নাকচ করেছেন শাহাদাত। তিনি জানিয়েছেন সিএনজিটি হুট করেই সামনে দিয়ে এসে তার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির ক্ষতিও হয়। গাড়ির হেডলাইট ভেঙে যায় বলে জানিয়েছেন শাহাদাত। সিএনজি চালক নিজেই এসে উচ্চস্বরে কথা বলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কোনো মামলা করেননি শাহাদাত।

Also Read - আশাবাদী রিয়াদ, প্রতিপক্ষ নিয়ে সতর্ক


এর আগে শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ এনে মামলা করা হয়েছিল। দুজনকেই যেতে হয়েছিল কারাগারে। স্ত্রী গ্রেফতার হওয়ার পর দিন আত্মসমর্পণ করেছিলেন শাহাদাত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় তিন মাস জেল খাটতে হয়েছিল শাহাদাতকে।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন এ ডানহাতি পেসার। ৩২ বছর বয়সী এ পেসার সর্বশেষ খেলেছিলেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে। ২০১৩ সালের পর খেলেননি আন্তর্জাতিক আঙিনায় সীমিত ওভারের ক্রিকেট। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান কেসির হয়ে খেলেন তিনি।


আরো পড়ুনঃ ভিসা জটিলতায় তামিম-রুবেল, যাওয়া হচ্ছে না দলের সাথে!
জাতীয় দলের অভিজ্ঞ এ দুই মুখ ছাড়াও একই সমস্যার জন্য আজ রাতে দলের সাথে যাওয়া হচ্ছে না বাংলাদেশ দলের এশিয়া কাপের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও। শেষ মুহূর্তে এসে ম্যানেজার সুজন হচ্ছে এমনটা জানা যাওয়ার পাশাপাশি পেপারওয়ার্ক আগে থেকে জমা না দেওয়ায় এ যাত্রায় বিলম্বিত হচ্ছে খালেদ মাহমুদের যাত্রা…


নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকা কিছু রেকর্ড

স্টোকসের টুইটে শিরোনাম পরিবর্তন করল ক্রিকইনফো

বিশ্বকাপ জেতানো বোলার নায়ক মাঠের বাইরেও

করোনাভাইরাসের শঙ্কায় বাতিল বুড়োদের বিশ্বকাপ

ভারতে তাদের মোকাবেলায় ক্রিকইনফোর সেরা একাদশে মুশফিক