SCORE

সিডনি যাওয়ার আগে নতুন সাফল্যে উৎসাহিত সাকিব

প্রায় ৩ মাস আগে (অক্টোবরে) মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কমিটিতে সদস্য হওয়ার গৌরব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্য হোন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। আর এরই ধারাবাহিকতায় এমসিসির নতুন সভায় যোগ দিতে অস্ট্রেলিয়ার সিডনি যাচ্ছেন সাকিব।

বাংলাদেশের সম্ভাবনাই বেশি দেখছেন সাকিব
সাকিব আল হাসান। ছবিঃ বিডিক্রিকটাইম

সিডনির উদ্দেশে উড়াল দেওয়ার আগে বিশ্বসেরা বাংলাদেশি ক্রিকেটার পেয়েছেন আরেকটি সুখবর। নতুন সাফল্যে তার গৌরবের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। শনিবার সন্ধ্যায় জমকালোভাবে অনুষ্ঠিত হয় কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৭’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতেন সাকিব।

আরেক পুরস্কারে স্বভাবতই উৎসাহিত হয়েছেন সাকিব। পুরস্কার গ্রহণকালে তিনি বলেন, ‘যেকোনো পুরস্কারই ক্রীড়াবিদদের ভালো খেলতে উৎসাহিত করে।’ বছরের সেরা মুহূর্ত জানতে চাইলে তিনি এগিয়ে রাখলেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় ম্যাচের মুহূর্তই, ‘আমার কাছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ইনিংসই সেরা। বোলিংয়ে সেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট।’

Also Read - কম্বিনেশন সাজিয়েই ত্রিদেশীয় সিরিজের মূল স্কোয়াড

উল্লেখ্য, এমসিসির আগের কমিটির সাথে ২০১৭ সালের অক্টোবরে নতুন করে যুক্ত করা হয়েছে চারজনকে। তাদের মধ্যে সাকিব অন্যতম। সাকিবদের কমিটির প্রথম বৈঠক হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। পরের সভা হবে আগামী ৬ ও ৭ অগাস্ট, লর্ডসে। আর প্রথম সভায় যোগ দিতে ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশের এই ক্রিকেটার।

প্রসঙ্গত, ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এমসিসি। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাবরূপে পরিচিত এমসিসি। এই ক্লাবের সদস্য হিসেবে আছে-মাইক গ্যাটিং, ভিন্স ফন ডার বাইল, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, রমিজ রাজা, জন স্টিভেনসন, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলী, রড মার্শ ও টিম মে। সর্বশেষ যুক্ত হওয়া চারজন সদস্য হলেন- বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, নিউজিল্যান্ড মহিলা দলের অধিনায়ক সুজি বেটস,ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ এবং শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা।

আরও পড়ুনঃ দুই দলের হয়েই ব্যাটিংয়ে মুশফিক

Related Articles

অশনি সংকেতের বার্তা দিয়েছেন সাকিব

এমসিসির সভার আগে প্রস্তুতি নিবেন সাকিব

আনুষ্ঠানিকভাবে এমসিসির বিশ্ব কমিটিতে সাকিব