Scores

সিডন্সের কারণে নিজেকে দুর্ভাগা মনে করেন আশরাফুল

বাংলাদেশের দলের অন্যতম সফল কোচ জেমি সিডন্স হেড কোচ হিসেবে ‘ভালো ছিলেন না’ বলে দাবি করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সিডন্স টাইগারদের কোচ থাকাকালেই ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আশরাফুল ছিলেন তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের আসনে।

সিডন্সের কারণে নিজেকে দুর্ভাগা মনে করেন আশরাফুল

সম্প্রতি খালেদ মাসুদ পাইলটের সাথে বিডিক্রিকটাইম এর লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন আশরাফুলও। এ সময় তিনি জানান, সিডন্সের কারণে তিনি অধিনায়ক হিসেবে সফল হতে পারেননি। একইসাথে নিজেকে ‘দুর্ভাগা’ বলেও অভিহিত করেন তিনি।

Also Read - মুশফিকের কাছে উইকেটকিপিং হারানোয় আক্ষেপ নেই পাইলটের


পাশাপাশি সাবেক অধিনায়ক পাইলট তার অধিনায়কত্বের সময়ের দুই কোচ ট্রেভর চ্যাপেল ও মহসিন কামালের কারণে সফল হতে পারেননি বলেও দাবি করেন আশরাফুল

আশরাফুল বলেন, ‘পাইলট ভাই বা আমার ক্যাপ্টেন্সির রেকর্ড এত ভালো না। একদিক থেকে আমরা দুইজনই দুর্ভাগা। উনি পেয়েছিলেন ট্রেভর চ্যাপেল ও মহসিন কামাল। এই দুই কোচের কারণে টেস্ট ক্রিকেটে আমরা পিছিয়েছি পাঁচ বছর। আমরা ৯০ রানে আউট হয়ে যাই, কিন্তু চ্যাপেল আমাদের ফিল্ডিং প্র্যাকটিস করায়। এভাবে তো আসলে হয় না।’


আশরাফুল আরও বলেন,-

‘আমার সময় যিনি (সিডন্স) এসেছিলেন তিনি ভালো কোচ, ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। কিন্তু হেড কোচ হিসেবে এবং আমার অধিনায়কত্বের সময় বিবেচনায় ভালো কোচ ছিলেন না, অন্তত আমার কাছে।’

‘আমরা দুইজনই দুর্ভাগা ছিলাম। সুজন ভাই ডেভ হোয়াটমোরকে অল্প একটু সময় পেয়েছিল, সুমন ভাই বড় সময় পেয়েছিল। তারা খুব ভাগ্যবান।’- পাইলট ও নিজের নেতৃত্বের ব্যাপারে এভাবেই বলেন আশরাফুল

শুধু ডেভ হোয়াটমোরই নন, আশরাফুলের চোখে কোচ হিসেবে ভালো ছিলেন চন্ডিকা হাথুরুসিংহেও; যিনি বেশ বিতর্কের জন্ম দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নেন ২০১৭ সালে। আর হাথুরুসিংহের কারণে মাশরাফি অধিনায়ক হিসেবে সফল হতে পেরেছেন বলে দাবি আশরাফুলের।

তিনি বলেন, ‘মাশরাফি খুব সফল, কারণ তার সময়ে সে হাথুরুসিংহেকে পেয়েছে, সেরা কোচ। কোচ, কোচিং স্টাফ খুব গুরুত্বপূর্ণ। পাইলট ভাই অধিনায়ক হিসেবে সফল হতে পারেনি কারণ ঐ সময়ের দুই কোচ ছিলেন, তাদের সময়ে টেস্ট ক্রিকেট উল্টো পিছিয়ে গেছে। তখন ভালো কোচ দরকার ছিল যে ঘরোয়া ক্রিকেটে সাজাবে, পরিকল্পনা করবে।’

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোচদের চাহিদার বলি ইমরুল

কোচদের কথায় বারবার নিজেকে বদলেছেন ইমরুল

রিয়াদের ‘অপ্রিয়’ যে বোলার, যে কোচকে আর চান না কখনো

সিডন্সকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন তামিম

হাথুরুসিংহেকেই এগিয়ে রাখছেন মাশরাফি