SCORE

সর্বশেষ

সিনিয়রদের অনীহা, ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর স্থগিত

সম্প্রতি বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কা জাতীয় দল পাকিস্তান সফরে যাওয়ায় দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দুয়ার আবারও প্রসারিত হয়েছিল। তবে সেটি কিছুটা হলেও সংকুচিত হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল প্রস্তাবিত পাকিস্তান সফর স্থগিত করায়।

সিনিয়রদের অনীহা, ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর স্থগিত

চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের, যেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা শঙ্কায় সিনিয়র খেলোয়াড়দের অসম্মতির কারণে ঐ সফর স্থগিত করতে বাধ্য হয়েছে দলটির ক্রিকেট বোর্ড।

Also Read - ঢাকা পর্বেই ফিরছেন তামিম ও মুস্তাফিজ

এনডিটিভির বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, এই সিরিজ নিয়ে সিনিয়র খেলোয়াড় তো বটেই, উইন্ডিজ খেলোয়াড়দের সংগঠন শঙ্কা প্রকাশ করেছে এরপর বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বোর্ড কথা বলার পর জানা যায় তাদের পাকিস্তান সফরে আগ্রহ নেই এই সিরিজ হলেও ক্রিস গেইল, কিরন পোলার্ড ডোয়াইন ব্রাভোর মতো সিনিয়রদের পাবে না দল

অবশ্য পিসিবি বলছে ভিন্ন কথা। তাদের দাবি, মাত্রাতিরিক্ত কুয়াশার কারণে আবহাওয়া খেলার অনুপযোগী হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের এই সফর পেছানো হয়েছে। যদিও তাদের দাবি কতটা সত্যি, এ নিয়ে আছে বিতর্ক।

পিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফরের বিষয়ে রাজি সম্মত হয়েছিল দুই দেশের বোর্ড তবে অতিরিক্ত কুয়াশা এবং আরো কিছু কারণে সফরটি সম্ভবত হচ্ছে না আবহাওয়া বিভাগ কুয়াশার স্থায়িত্ব কতদিন তা নির্দিষ্ট করে বলতে পারেনি তবে দুই বোর্ড এখন সফরের পরবর্তী সময় নিয়ে আলোচনা করবে আগামী বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ আসতে পারে।’

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার। জাতীয় দলের ডাক এলে তাদের চলে যেতে হতো বিপিএল ফেলে রেখেই। আর্থিক অনটনে ভোগা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিনিয়রদের চাপে সিদ্ধান্ত বদল ও সফর স্থগিত করার পেছনে থাকতে পারে অন্য কোনো লুকোনো কারণও!

আরও পড়ুনঃ সর্বাধিক উইকেট শিকারির তালিকায় এগিয়ে স্থানীয়রা

Related Articles

উইন্ডিজ সিরিজে থাকবেন মুস্তাফিজ?

লর্ডসে ভালো করতে চান তামিম

তিন বছর পর ডাক পেলেন ডেভন স্মিথ

গুলিতে প্রাণ হারালেন ধনঞ্জয়া ডি সিলভার বাবা

উইন্ডিজ সফরের আগেই নতুন কোচ