Scores

সিনিয়রদের বিশ্রামের ভাবনা বিসিবির

এখনো সূচি নির্ধারিত না হলেও আফগানিস্তানের বিপক্ষে জুনে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনেকটাই নিশ্চিত। এ ওয়ানডে সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, “এটা আমরা ভাবছি। নির্বাচক আছেন এবং বোর্ডের বাকি সদস্যরা আছেন। সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিরিজটা চূড়ান্ত। তবে এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। “

সামনে রয়েছে ‘এ’ দলের সিরিজ। এছাড়া চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং আসন্ন ভারতের টি-২০ টুর্নামেন্ট আইপিএলে কারা অংশ নিবেন সবকিছু বিবেচনা করে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক।

Also Read - সৌম্য’র ব্যাটিং তাণ্ডবে হার সাব্বিরের দলের


তিনি বলেন, “যেহেতু আমাদের এরপর ‘এ’ সিরিজ ট্যুর তারপর কিন্তু আমাদের অনেকগুলো খেলা আছে। সব কিছু মিলিয়ে আমরা কিছুদিন সময় নিচ্ছি। দেখি কী অবস্থা হয়। কী ধরনের টিম আমরা পাঠাবো সেটা আমাদের মাথায় আছে। হয়ত বা আমরা আলোচনা করে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেব। এরপর আমাদের কোন প্লেয়ার আইপিএলে যাবে। এগুলো সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। ”

বছরের শুরুতে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফিরে খেলেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে। সেই সিরিজে রানার্স-আপ হয় টাইগাররা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ। দুই সিরিজেই হারে বাংলাদেশ।

এরপর শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত টি-২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় ঐ টুর্নামেন্টে রানার্স-আপ হয় বাংলাদেশ।

২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান। ঐ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ সিরিজে খেলেছিল পূর্ণশক্তির বাংলাদেশ দল।

 


আরো পড়ুন ঃ সুপার সিক্সে জয় দিয়ে শুরু আবাহনীর


 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ম্যাচের আগেরদিন দেশ ছাড়বেন ক্রিকেটাররা!

বাংলাদেশের বোলিং তোপে বিপর্যস্ত জিম্বাবুয়ে

মুশফিক হাসলেন, মুশফিক চটলেন!

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তানজিম

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা