SCORE

সর্বশেষ

সিনেমা হলে সিনেমার বদলে নিদাহাস ট্রফির ফাইনাল!

প্রতিদিনকার মতো সিনেমা দেখানোরই কথা তখন। কিন্তু একই সময়ে দ্বীপ দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল লড়বে ভারতের বিপক্ষে, নিদাহাস ট্রফির ফাইনালে। রোমাঞ্চকর দুটি জয় উপহার দেওয়ার পর এই ম্যাচে তাই চোখ থাকবে পুরো দেশের। এমন সময়ে সিনেমা প্রদর্শনের সাহস তো রীতিমতো দুঃসাহসই… কে দেখবে তখন সিনেমা!

টাইগার

আর তাই অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর জোনাকি সিনেমা হল। সিনেমার পরিবর্তে রোববার সন্ধ্যা থেকে এই হলে দেখানো হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ।

Also Read - ফাইনালে ভারতকেই সমর্থন দিচ্ছে শ্রীলঙ্কানরা!

বিগত কয়েক বছর ধরে মন্দা চলছে দেশের চলচ্চিত্র বাজারে। দেশীয় সিনেমার মান পড়ে যাওয়ায় এবং যথেষ্ট পরিমাণ ভালো সিনেমা তৈরি না হওয়ায় বেশিরভাগ দর্শকই এখন হল বিমুখ। সাধারণ দিনগুলোতেই হলে দর্শক পাওয়া যায় না, আর বাংলাদেশের ম্যাচের মতো হাই ভোল্টেজ ইভেন্টে তো না-ই। আর এই সুযোগটা কাজে লাগিয়ে জোনাকি সিনেমা হলের এমন অভিনব উদ্যোগ।

অবশ্য হলে বসে ক্রিকেট খেলা দেখতে দর্শকদের গুনতে হবে অর্থ। সিনেমার মতো দামেই দেখতে হবে সাকিব-তামিমদের নৈপুণ্য। এজন্য ডিসি সিটে বসা দর্শককে খরচ করতে হবে সত্তর টাকা এবং রিয়ার সিটের দর্শককে খরচ করতে হবে ষাট টাকা।

নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ প্রদর্শনী উপলক্ষ্যে জোনাকি সিনেমা হলের সামনে লাগানো হয়েছে পোস্টার। ‘জোনাকি সিনেমা হলে আজ সন্ধ্যা ৭ ঘটিকায় টি-টোয়েন্টি ফাইনাল খেলা দেখানো হবে। সকল ক্রিয়ামোদি ভাই বোনদের খেলা দেখার জন্য আমন্ত্রণ।’– এমনিভাবে চালানো হচ্ছে প্রচারণা। ম্যাচ চলাকালে সিনেমার দর্শক পাওয়া যায় না বলে এমন আয়োজন- অকপটে তা স্বীকার করেছে সিনেমা হল কর্তৃপক্ষ। তবে যেখানে ঘরে বসে, মোবাইলে স্ট্রিম করে কিংবা টং দোকানেই আজকাল সরাসরি দেখা যায় খেলা, সেখানে ষাট-সত্তর টাকা খরচ করে সিনেমা হলে বসে কে-ই বা দেখতে যাবেন খেলা, এমন প্রশ্নও উঠছে!

আরও পড়ুনঃ সমর্থকদের হেনস্থার ঘটনায় বিসিএসএর নিন্দা

Related Articles

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’