Scores

সিপিএলে নিজের শেষ ম্যাচে নামছেন রিয়াদ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এ আসরের নিজের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস বাংলাদেশ সময় বুধবার ভোর চারটায় বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে মাঠে নামবে।

সিপিএলে নিজের শেষ ম্যাচে নামছেন রিয়াদগ্রুপ পর্বে এটিই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের শেষ ম্যাচ। গত ম্যাচে জ্যামাইকা তালাওয়াহসকে হারিয়ে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। তাই নিজেদের শেষ ম্যাচে অনেকটা ফুরফুরে মেজাজ নিয়েই মাঠে নামবেন ক্রিস গেইল ও তার সতীর্থরা।

Also Read - এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনাই বেশি: আশরাফুল

এখন পর্যন্ত নয় ম্যাচের চারটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অন্য ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বার্বাডোজ ট্রাইডেন্টসকে হারিয়ে পূর্ণ  আত্মবিশ্বাস নিয়েই প্লে-অফে যেতে চায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

অন্যদিকে প্রতিপক্ষ বার্বাডোজ ট্রাইডেন্টসের জন্যেও এ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। ৮ ম্যাচের মধ্যে মাত্র ২ টিতে জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছে বার্বাডোজ ট্রাইডেন্টস।

ব্যাটিংয়ে দারুণ চহদনে রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক ক্রিস গেইল। এ বিস্ফোরক ব্যাটসম্যান কোনো দানবীয় ইনিংস না খেললেও রান পাচ্ছেন নিয়মিত। শেষ তিন ম্যাচে ৯০ রান করেছেন তিনি। দলকে শুরুতে শক্ত ভিত গড়ে দিচ্ছেন গেইল।

সুযোগ পেলে অবদান রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদও। শেষ ম্যাচে তার ১১ বলে ২৮ রানের ব্যাটিং তাণ্ডবে ভর করেই ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বোলিংয়েও দলকে প্রয়োজনীয় ব্রেকথ্রু এনে দিয়েছেন তিনি। এটিই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে এ আসরে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ। প্লে-অফ না খেলেই বাংলাদেশে ফিরে আসতে হবে তাকে।

৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা মাহমুদউল্লাহ রিয়াদের। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপের স্কোয়াডের সাথে যোগ দিতেই প্লে-অফ না খেলে দেশে ফিরবেন মাহমুদউল্লাহ রিয়াদ।


আরো পড়ুনঃ এশিয়া কাপে অনিশ্চিত চান্দিমাল


 


Related Articles

দাপুটে জয়ের পর টাইগারদের ছন্দ ধরে রাখার পালা

ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সামনে অনভিজ্ঞ উইন্ডিজ

স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ

সম্ভাবনাময় বিশ্বকাপের প্রথম ম্যাচের সামনে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নামছে সৌম্যরা