
নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক মারকুটে তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পঞ্চম আসর থেকে ছিটকে গেলেন।
বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে ম্যাচে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ব্যাট করার সময় ওয়েন পারনেলের একটি বলে বাম হাতে আঘাতপ্রাপ্ত হন ম্যাককালাম। ইনিংসের ষষ্ঠ ওভারের লাফিয়ে ওঠা পঞ্চম বলের আঘাতই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য।
জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে স্বভাব অনুযায়ী ব্যাট করতে থাকা কিউই ক্রিকেটার ১৯ বলে দ্রুতগতিতে ২৬ রান সংগ্রহ করার পর বলের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সময়ের ব্যবধানে চোট পাওয়া বাম হাতের ব্যথা বাড়তে থাকলে হাসপাতালে যেতে বাধ্য হন তিনি।
সেখানে গিয়েই দুঃসংবাদটি পান তিনি। চোটের ধরন জানতে তাঁর বাম হাতে এক্স-রে করানো হয়। আর এক্স-রে রিপোর্টে তাঁর হাতে চিড় ধরা পড়ে। যা তাকে চলমান সিপিএল থেকে ছিটকে দেওয়ার পাশাপাশি আগামী কয়েকদিনের জন্য ক্রিকেটের বাইরে ঠেলে দিয়েছে।
এক্স-রে রিপোর্ট হাতে পাওয়ার পর টুইটারে টুইট করে তাঁর হাতে চির ধরা পড়ার বিষয়টি ভক্তদের জানান ৩৫-বছর-বয়সী কিউই ক্রিকেটার। এবারের সিপিএল যাত্রা শেষ নিশ্চিত করার পাশাপাশি এসময় সতীর্থদের প্রতি নিজের কৃতজ্ঞতা ও ধন্যবাদ ব্যক্ত করেন তিনি।
@CPL over for this year unfort. Been a ride with @TKRiders brothers! Many thanks to all for your support! Luck team! pic.twitter.com/eWZDiQpoQL
— Brendon McCullum (@Bazmccullum) September 3, 2017
প্রসঙ্গত, দলের তারকা ক্রিকেটারের চোট পাওয়ার দিনে ভয়াবহতার রুপ দেখেছে ত্রিনবাগো। সহজ রান তাড়া করেও হার নিয়ে ম্যাচ ছাড়তে হয়েছে তাদের। যদিও ইতোমধ্যে সিপিএলের পঞ্চম আসরের কোয়ালিফায়ার রাউন্ড ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন দলটি।