Scores

সিমন্সের চাওয়া এবার যেন বাছাইপর্ব খেলতে না হয় পোলার্ডদের

আইসিসি ২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে চান ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ফিল সিমন্স। আগের বারের মতো বাছাইপর্বের ঝামেলায় পড়তে চান না তিনি।

আগের বারের মতো সামনের বিশ্বকাপেও থাকছে বাছাইপর্ব। এর আগে ২০১৮ সালে বিশ্বকাপে খেলতে আফগানিস্তান, জিম্বাবুয়ের সঙ্গে বাছাইপর্ব খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজেরও। সেবার বাছাইপর্বের ফাইনালে আফগানদের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে শীর্ষে দুইয়ে থাকায় বিশ্বকাপ খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

Also Read - হেসেখেলে লঙ্কানদের হারিয়ে ইংল্যান্ডের রেকর্ড

২০২৩ বিশ্বকাপের আগে ওয়ানডে সুপার লিগ চালু করেছে আইসিসি। এখন পর্যন্ত সুপার লিগের একটি ম্যাচও খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দলের। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে যাত্রা। আর তাই এই সিরিজকে গুরুত্ব সহকারেই নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ফিল সিমন্স। তিনি জানান, সামনের বিশ্বকাপে সরাসরি খেলতে বাছাইপর্বের ঝামেলায় পড়তে চান না তিনি।

“দেখুন আমরা আর বিশ্বকাপের প্লে অফে যেতে চাই না। তাই আমাদের জন্য এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। কারণ শুরুটা ভালো করতে পারলে বাকি পথটাও কিছুটা সহজ হবে আমাদের জন্য।”

২০২৩ বিশ্বকাপের আয়োজন ভারত। আর তাই গতবারের মতো ভারত বাদে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ‘৭’ দল সরাসরি অংশগ্রহণ করতে পারবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

মায়ের জন্যই বিসিবির কাছে শাস্তি কমানোর আর্জি শাহাদাতের

আইসিসির ‘সাম্যবাদী’ নিয়মে ক্ষিপ্ত ভারত

চুল নিয়ে ধারাভাষ্যকারের কটূক্তি, রেগে আগুন স্টেইন

পাসপোর্ট হারানো শানাকার বদলে শ্রীলঙ্কার নেতৃত্বে ম্যাথিউস

দুর্ঘটনাক্রমে ক্রিকেটার হয়েছি : অশ্বিন