Scores

সিমন্সের ঝড়ে উড়ে গেল ভারত

শিবম দুবের অর্ধ-শতক জেতাতে পারল না ভারতকে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৮ উইকেটের জয়, এনেছে সমতা।

সিমন্সের ঝড়ে উড়ে গেল ভারত

আগের ম্যাচে ২০৭ রানের পাহাড় দাঁড় করেও হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবার তাই অধিনায়ক কাইরন পোলার্ড টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে শিভাম দুবে তুলে নেন অর্ধ-শতক।

Also Read - পাকিস্তানে যাওয়া হচ্ছে না লাকমলের


টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান জড়ো করে ভারত। তিন নম্বরে নেমে ডুবে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৪ রান করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে রিশাভ পান্ট অপরাজিত ৩৩, অধিনায়ক বিরাট কোহলি ১৯ ও ওপেনার রোহিত শর্মা ১৫ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেসরিক উইলিয়ামস ও হায়ডেন ওয়ালশ দুটি করে উইকেট শিকার করেন।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার লেন্ডল সিমন্স ও এভিন লুইসের ব্যাটে দারুণ শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। লুইস ৩৫ বলে ৪০ রান করে সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন সিমন্স।

২৩ রান করে শিমরন হেটমেয়ার বিদায় নেওয়ার পর সিমন্সকে সঙ্গ দেন নিকোলাস পুরান। শেষপর্যন্ত ৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় সফরকারীরা।

সিমন্স ৪৫ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন, হাঁকিয়েছেন ৪টি চার ও ৪টি ছক্কা। পুরান ১৮ বলে ৩৮ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১৭০/৭ (২০ ওভার)
দুবে ৫৪, পান্ট ৩৩*, কোহলি ১৯, রোহিত ১৫
ওয়ালশ ২৮/২, উইলিয়ামস ৩০/২

ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/২ (১৮.৩ ওভার)
সিমন্স ৬৭*, লুইস ৪০, পুরান ৩৮, হেটমেয়ার ২৩
জাদেজা ২২/১, সুন্দর ২৬/১

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘জাভেদ মিয়াঁদাদ মানসিক ভারসাম্যহীন’

অ্যান্ডারসন-ব্রডের বোলিং তোপে কাঁপছে পাকিস্তান

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ