Scores

সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের সামনে দারুণ সুযোগ ছিল সিরিজ জয়ের। ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, তাদেরকে তাদের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ হারানো অবশ্যই বিশেষ কিছু হত। কিন্তু লেন্ডল সিমন্সের ঝড়ের মুখে পড়ে আইরিশদের সিরিজ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।

সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড

সিরিজের দ্বিতীয় ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ জিতে এড়িয়েছে সিরিজ পরাজয়। দাপুটে সেই জয় এসেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

Also Read - পাকিস্তানে না গিয়েও দলের সাথে কাজ করবেন শ্রীনি!টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯.১ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় অ্যান্ডি বালবির্নির নেতৃত্বাধীন আয়ারল্যান্ড। কেভিন ও’ব্রায়েনের ১৮ বলে ৩৬, বালবির্নির ২৩ বলে ২৮ ও ব্যারি ম্যাককার্থির ১৩ বলে ১৮ রানের ইনিংস তিনটি ছাড়া কেউই বলার মত স্কোর গড়তে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মারকুটে ব্যাটিংয়ের আশ্রয় নেয়। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এভিন লুইস ২৫ বলে ৪৬ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার লেন্ডল সিমন্স আইরিশ বোলারদের পিটিয়ে রীতিমত ছাতু বানিয়েছেন।

মাত্র ৪০ বলের মোকাবেলায় ৯১ রান করে অপরাজিত থাকেন সিমন্স। হাঁকিয়েছেন ৫টি চার ও তার দ্বিগুণ অর্থাৎ ১০টি ছক্কা। ১১তম ওভারের শেষ বলে নিশ্চিত হয় জয়, নিকোলাস পুরান ১ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ড ১৩৮ (১৯.১ ওভার)
ও’ব্রায়েন ৩৬, বালবির্নি ২৮
পোলার্ড ১৭/৩, ব্রাভো ১৯/৩

ওয়েস্ট ইন্ডিজ ১৪০/১ (১১ ওভার)
সিমন্স ৯১*, লুইস ৪৬
সিম ৪১/১

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ১ – ১ আয়ারল্যান্ড।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, হতে পারে শাস্তি

আর্চারকে ভয়ের কিছু নেই : শোয়েব

সাকিবের স্বীকৃতিতে সতীর্থদের উচ্ছ্বাস

পথচারী বৃদ্ধকে পিষে মেরে গ্রেফতার কুশল মেন্ডিস

সাকিবের অর্জনে মুশফিকের উচ্ছ্বাস প্রকাশ