Scores

সিরিজের মাঝেই হাথুরুকে দেশে ফিরত পাঠালো শ্রীলঙ্কান বোর্ড

দক্ষিণ আফ্রিকায় সিরিজের শুরুটা ভালো করলেও মাঝপথে এসে পথ হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে প্রথম এশিয়ান দল হিসেবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে। তবে ওয়ানডে শুরু হওয়ার পর ফের আগের সমস্যা শুরু।

সিরিজের মাঝেই হাথুরুকে দেশে ফেরত পাঠালো শ্রীলঙ্কান বোর্ড
ছবি : গেটি

২০১৭ সাল থেকেই ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ -২ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪ – ১ এ ওয়ানডে সিরিজ হারে শ্রীলঙ্কা। এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ডে গিয়েও ওয়ানডেতে ৩ – ০ তে হোয়াইটওয়াশ হতে হয়। টানা ৪ ওয়ানডে হেরে দক্ষিণ আফ্রিকাতেও হোয়াইটওয়াশের ঝুকিতে আছে শ্রীলঙ্কা। এর মাঝেই কোচ চান্দিকা হাথুরুসিংহের জন্য আসলো দেশে ফিরে যাওয়ার আদেশ।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ক্রিকইনফোর দাবি ভিন্ন। ইংল্যান্ড সিরিজের পর পরই হাথুরুকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে শ্রীলঙ্কান ভক্তদের মাঝে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে তাকে দল নির্বাচনের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর সেই আলোচনা থেমে যায়। পুনরায় ওয়ানডেতে লাগাতার ব্যর্থ হওয়ার পর আবার হাথুরুর অপসারণের দাবি উঠেছে শ্রীলঙ্কান ভক্তদের মাঝে।

Also Read - ফিরে দেখা: স্টার স্পোর্টসের ৫ ব্যর্থ বিজ্ঞাপন

ক্রিকইনফোর মতে শ্রীলঙ্কান বোর্ড চাইলেও চুক্তির নিয়মের কারনে তাকে ২০২০ সালের আগে অপসারণ করতে পারবেনা। এমন করলে কোচকে মোটা অংকের ক্ষতিপূরন দিতে হবে শ্রীলঙ্কান বোর্ডকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা ক্রিকইনফোকে জানান তারা হাথুরুকে বিরতি দিয়ে ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনকে টি টোয়েন্টি সিরিজের জন্য দায়িত্ব দিয়ে দেখতে চায় সে কেমন করে। বোর্ড কর্মকর্তার মতে হাথুরুর সাথে দলের বেশ কিছু খেলোয়াড় ও বোর্ডের কিছু ব্যক্তির সাথে সম্পর্ক ভালো না। হাথুরু দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে নিয়েও বেশ একটা সন্তুষ্ট নন। দলের সিনিয়র খেলোয়াড় চান্দিমালকে বাদ দেওয়াটাও তার খুব একটা পছন্দ হয়নি। গত দশকে কোন শ্রীলঙ্কান কোচই দুই বছরের বেশি টিকতে পারেননি। হাথুরুসিংহ কী তাদের পথেই হাটতে যাচ্ছেন?

Related Articles

হাথুরুসিংহেকে চাকরি হারাতে হচ্ছে না!

সবচেয়ে দামি কোচ কে?

লঙ্কানদের নির্বাচক প্যানেলে জায়গা হারালেন হাথুরুসিংহে

তাই বলে বরখাস্ত!

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস