Scores

সিরিজ জিতে বাইক নিয়ে উৎযাপনে আহত কুশল মেন্ডিস

বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। নিজেদের এ সাফল্য বেশ ভালোভাবেই উদযাপন করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তবে উদযাপন করতে গিয়ে আহত হয়েছেন লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

সিরিজের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মান রক্ষার ম্যাচ। সিরিজ তো আগেই হাতছাড়া হয়েছে টাইগার, শেষ ম্যাচ জিতে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ। কিন্তু ঘটল তার উল্টোটা। শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার এ ম্যাচ জয়ে বড় অবদান রেখেছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুউস।

Also Read - বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাংলাদেশ দল


দুইজনের শতরানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেয়। পুরো সিরিজে অসাধারণ খেলায় সিরিজ সেরার পুরস্কার উঠে ম্যাথুউসের হাতে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বেশ ভালো উদযাপনই করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সিরিজ সেরা স্বরূপ দেওয়া হয়েছিল বাইক। আর সেই বাইকে চড়ে অনেককেই মজা করতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের।

ভিডিওতে দেখুনঃ

সিরিজ জয়ের উদযাপনে কখনো বাইক নিয়ে মাঠ ঘুরেছেন থিসারা পেরেরা, আবার কখনো শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে এ উদযাপন কাল হয়ে দাঁড়িয়েছিল কুশল মেন্ডিসের জন্য। গতরাতে ম্যাচ শেষে বাইক নিয়ে মাঠে শোডাউন দিচ্ছিলেন তিনি। হুট করেই বাইক সহ মাঠে পড়ে যান তিনি। এতে করে আহত হন এ শ্রীলঙ্কার ব্যাটসম্যান।

বাইক নিয়ে পড়ে গেলে পরবর্তীতে দেখা যায় মাঠের কর্মীরা এসে তাকে সহযোগিতা করছেন। ম্যাথুউজের সাথে শতরানের জুটির পাশাপাশি ব্যাট হাতে ৫৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস।

উৎযাপনের আরও ভিডিও দেখুনঃ

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

ড্রয়ের মধ্যে শেষ হলো চট্টগ্রাম টেস্ট

কুশল মেন্ডিসের ডাবল সেঞ্চুরির স্বপ্নভঙ্গ

মেন্ডিস, সিলভার ব্যাটিং ভোগাচ্ছে বাংলাদেশকে

সমানে সমানে লড়ছে শ্রীলঙ্কা