SCORE

সর্বশেষ

সিরিজ না হারলেই আটে উঠবে বাংলাদেশ

টেস্টে এ বছর শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করার পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট উন্নীত হয়েছে বাংলাদেশের। আট নম্বরে ওঠার সুযোগ আসলেও এখনো আটে উন্নীত হয়নি টাইগাররা। ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ।

সিরিজ না হারলেই আটে বাংলাদেশ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এ সিরিজে আবারো র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তবে এ জন্য টেস্ট সিরিজ হারা যাবে না বাংলাদেশের। সিরিজ জিতলে অথবা অন্ততপক্ষে ড্র করলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে আটে উঠে যাবে বাংলাদেশ।

Also Read - অ্যাশেজ : স্টোকসকে রেখেই দল ঘোষণা করলো ইংল্যান্ড

সিরিজ ০-০ তে বা ১-১ এ ড্র হলে চার রেটিং পয়েন্ট হারাবে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে  দুই নম্বর স্থানে রয়েছে প্রোটিয়ারা। শীর্ষে থাকা ভারতের সাথে ব্যবধান ১৫ পয়েন্টের। সিরিজ ড্র করলে তা বেড়ে দাঁড়াবে ১৯ পয়েন্টে। অন্যদিকে চার পয়েন্ট অর্জন করবে বাংলাদেশ। আট নম্বরে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৫। চার রেটিং পয়েন্ট অর্জন করলে ৭৮ পয়েন্ট নিয়ে আটে উঠে যাবে টাইগাররা।

যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ১-০ তে সিরিজ জিততে সক্ষম হয় তবে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে আসবে দক্ষিণ আফ্রিকা। আট রেটিং পয়েন্ট অর্জন করে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠবে বাংলাদেশ। বাংলাদেশ হোয়াইটওয়াশ করলে তিন নম্বরে নেমে আসবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট হবে ১০২। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠবে বাংলাদেশ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ১-০ তে সিরিজ জিতলে তাদের রেটিং হবে ১০৯। স্বাগতিকরা ২-০ তে জিতলে বাংলাদেশ ২ রেটিং পয়েন্ট হারাবে। রেটিং পয়েন্ট হবে ৭২। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১১১। এতে করে শীর্ষস্থানে থাকা ভারতের সাথে ব্যবধান এক রেটিং পয়েন্ট কমবে।

Related Articles

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল আফগানরা

কোহলির ব্যাটে রেকর্ড-বুকে বয়ে গেল ঝড়!

চোট পেয়ে মাঠ ছাড়লেন বেয়ারস্টো

অভিষেক টেস্টেই রেকর্ডের পাতায় পান্ত

ভারতের নিয়ন্ত্রণে ট্রেন্ট ব্রিজ টেস্ট