Scores

সিরিজ সেরার পুরস্কার সবাইকে ভাগ করে দিতেন রফিক

বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার ছিলেন মোহাম্মদ রফিক। এই বাঁহাতি ক্রিকেটারের ক্রিকেটীয় দর্শনও দারুণ। সিরিজ সেরার পুরস্কার তিনি ভাগ করে দিতেন সতীর্থদের সবার মধ্যে এবং এভাবেই দলে চালু করা তার এই নিয়ম এখনো চলমান আছে বলে আশা করেন তিনি।

সিরিজ সেরার পুরস্কার সবাইকে ভাগ করে দিতেন রফিক

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ম্যাচে শুরুর ভূমিকায় ত্রাতা হয়েছিলেন রফিক। সবার বিশ্বাস ছিল এই বাঁহাতি স্পিনার বল হাতে দারুণ পারফর্ম করবেন। তার আগে ব্যাট হাতে অর্ধশতক হাঁকিয়ে দলের সংগ্রহে বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু চোটের কারণে আর দ্বিতীয় ইনিংসে বল করা হয়েছিল না তারা।

Also Read - আকমলের কমে যাওয়া শাস্তির বিরুদ্ধে পিসিবির চ্যালেঞ্জ


বিডিক্রিকটাইমের সরাসরি আড্ডায় সেই স্মৃতিচারণ করে আরেক স্পিনার এনামুল হক জুনিয়র বলেন, ‘ঐখানে আমাদের একটা গাড়ি পুরস্কারের সুযোগ ছিল। আমরা সবাই ধরেই নিয়েছিলাম সেটা রফিক ভাই পাবেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী তিনিই ছিলেন। আমাদের সবাই বিশ্বাস ছিল, রফিক ভাই বল করলেই ৭ উইকেট তো পাবেনই। দুর্ভাগ্যজনকভাবে, উনার চোট লাগে এবং সুযোগটা আমি নিয়েছিলাম। পরে গাড়িটা আমিই পাই।’

রফিক জানান এনামুল পুরস্কারটি পেলেও দলের সবার মধ্যেই তা ভাগ করে দেওয়া হয়েছিল, ‘এনাম যেটা বললো, গাড়ি পাওয়ার সুযোগ আমার ছিল। ভালো ব্যাটিং করেছিলাম, বোলিংয়েও যদি আরও কর‍তে পারতাম। কিন্তু তবুও গাড়ির টাকা আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম। এটা সবচেয়ে বড়।’

 

সিরিজ সেরার পুরস্কার সবার মধ্যে ভাগ করে দেওয়ার রীতি রফিক শুরু করেছিলেন বলে জানান এনামুল, ‘একমাত্র রফিক ভাই টিম মিটিংয়ে বলেছিলেন, তিনি যদি গাড়ি পান তাহলে সবাই সেটার ভাগিদার। তখন থেকে জিনিসটা শুরু হয় যে যেই পুরস্কার পাবে সবাইকে যেন সেটা ভাগ করে দেওয়া হয়।’

দারুণ ক্রিকেটীয় দর্শন ও মহৎ মনের অধিকারী হওয়ায় এইভাবে ভেবেছিলেন রফিক। তিনি নিজেই জানান তার এই ভাবনার পেছনের কারণটা, ‘এখানে তো আমরা সবাই কষ্ট করছি। উইকেটরক্ষক স্ট্যাম্পিং করে দিচ্ছে, যারা স্লিপে আছে ক্যাচ নিচ্ছে, অন্য যারা ফিল্ডার তারাও ক্যাচ নিচ্ছে; সুতরাং ওদের সহায়তার জন্যই তো আমি ৫ বা ১০ উইকেট পাই। তাই আমি মনে করি, এই পুরস্কার ভাগাভাগি করে নেওয়াটা সব দলের জন্যই ভালো।’

টাইগারদের দলে এখনো এই রীতি চালু আছে বলেও আশা প্রকাশ করেন রফিক, ‘আমি আশা করছি, বাংলাদেশ দলে এখনো বোধহয় এই নিয়মটা চলছে।’

পুরো সাক্ষাৎকারটি দেখুন এখানে-

Related Articles

আমার বিশ্বাস এখনো টেস্ট খেলতে পারব : এনামুল জুনিয়র

টেস্টে ভালো করার সময় ফুরিয়ে যায়নি বাংলাদেশের

‘দশ জানুয়ারি’ এলে গর্বিত হন এনামুল

এনামুলের হ্যাটট্রিক, শেষ ইনিংসেও রাজিনের ব্যাটে রান

যে অর্জনে সাকিবের চেয়েও এগিয়ে তাইজুল