Scores

সিরিজ হেরেছি মানে এই না- সব কিছু হেরে গেছি : মুমিনুল

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হেরে গেলেও প্রাপ্তির কমতি দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। তিনি মনে করছেন, এই সিরিজ থেকেও অনেক ইতিবাচক দিক গ্রহণ করার মত রয়েছে। 

সিরিজ হেরেছি মানে এই না- সব কিছু হেরে গেছি  মুমিনুল

প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপটে ফলাফল হয়েছিল ড্র। দ্বিতীয় টেস্টে বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। মুমিনুলের চোখে এগুলোই প্রাপ্তি।

Also Read - চেন্নাইয়ের '৩' সদস্যসহ আইপিএলে করোনা আক্রান্ত আরও '৮'


তিনি বলেন, ‘অবশ্যই প্রাপ্তির কিছু না কিছু আছে। আমি সিরিজ হেরেছি এর মানে এই না যে সব কিছু হেরে গিয়েছি। হয়ত আমি জানি একটু সমালোচনা হবে, অনেকেই অনেক কথা বলবে। এর ভেতরেও অনেক ইতিবাচক দিক আছে আমার কাছে মনে হয়।’

সমালোচনার মাঝে ইতিবাচক দিক খোঁজা মুমিনুল দলীয় পারফরম্যান্সের দেখা পেয়ে খুশি। তার ভাষায়, ‘প্রথম টেস্টে আমি যেটা সব সময় চাচ্ছিলাম যে দলগতভাবে খেলব। যা আমরা শেষ ২-১টি টেস্ট ম্যাচে খেলতে পারিনি। আমার কাছে মনে হয় প্রথম টেস্টে আমরা দল হিসেবে খেলতে পেরেছি। আমরা তখনই ভালো খেলি যখন আমরা দলগতভাবে খেলতে পারি। দলের সবাই যখন অবদান রাখে তখন আমরা দল হিসেবে ভালো করতে পারি।’

‘আপনি যদি দেখেন তামিম ভাইর দুইটা নম্বই আছে, একটা ৭০ আছে। শান্তর একটা ১৬৩ আছে, মুশফিক ভাই ও লিটনের হাফ সেঞ্চুরি আছে। তাইজুলের ৫ উইকেট আছে। আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কা সফর দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করে মুগ্ধকর পারফরম্যান্স করেছেন পেসার তাসকিন আহমেদ। মুমিনুলের চোখে তাসকিনের বোলিংও বড় স্বস্তিকর দিক এই সিরিজে।

তিনি বলেন, ‘আপনারাও হয়তো অপেক্ষায় ছিলেন এটার কোন পেসার কি কিছু করতে পারছে কিনা, সেই হিসেবে তাসকিনকে দেখেছেন। আগের চেয়ে অনেক ভালো এখন। অনেক উন্নতি করেছে। আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক দিক আছে এই টেস্ট সিরিজে।’

Related Articles

চেনা কন্ডিশনে পেসারদের দায়িত্বশীলতা চান সাইফউদ্দিন

রোজা রেখে হার্ড ওয়ার্ক করছি, আমরা আশাবাদী : সাইফউদ্দিন

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাকারিয়া

অনভিষিক্ত দুই পেসারকে নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

ডমিঙ্গোকে ‘বলির পাঁঠা’ না বানানোর আহ্বান সুজনের