Scores

‘সিলেটেই আসরের উত্তেজনাপূর্ণ মুহূর্ত যাবে’

আগামী ৩রা নভেম্বর থেকে মাঠে গড়ানো বিপিএলের পঞ্চম আসরে আসছে বেশ কয়েকটি বড়সড় পরিবর্তন। আর তার একটি সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল সিলেট সিক্সার্সের অন্তর্ভুক্তি ও টুর্নামেন্টে অংশগ্রহণ।

'সিলেটেই আসরের উত্তেজনাপূর্ণ মুহূর্ত যাবে'

এবারের আসরের পর্দাও উঠবে সিলেট থেকে। প্রথমবারের মতো দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে সিলেট। আর তাই উদ্বোধনী ম্যাচ সহ এবারের বিপিএলের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে চা বাগানে ঘেরা সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে।

Also Read - রুবেলের কণ্ঠে সফল হওয়ার মন্ত্র


শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিপিএলের চতুর্থ অর্থাৎ সর্বশেষ আসরে ছিল না সিলেটের কোনো দল। এবার দলও ফিরেছে, সাথে বিপিএলের ভেন্যু হিসেবে রয়েছে সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত স্টেডিয়াম। এতে সিলেটের ক্রীড়াপ্রেমি মানুষের মনে কাজ করছে ভিন্ন আমেজ।

সিলেটের আটটি ম্যাচ এবারের বিপিএলের অন্যতম উত্তেজনাপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করছেন সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবাইদ। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন।

ইয়াসির ওবাইদ বলেন, ‘সিলেটে মোট আটটি খেলা হবে এবার আর আমাদের সিলেট সিক্সার্সেরই চারটি খেলা আছে এখানে আমার বিশ্বাস সিলেটেই এই আসরের খুব উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত যাবে।’

এদিকে বিপিএল চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকায় হবে গ্লোবাল টি-২০ লিগ, প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য যে টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে বিপিএল কিংবা আইপিএলের আদলেই। ঐ টুর্নামেন্টে ইতোমধ্যে নাম লেখানোয় অনেক ক্রিকেটার আসতে পারেননি বিপিএলে। এমন কয়েকজন ছিলেন সিলেট সিক্সার্সের পরিকল্পনায়ও।

তবে তারা আসতে না পারলেও গ্লোবাল টি-২০ লিগের জন্য বিপিএল রঙ হারাবে না বলেই বিশ্বাস ইয়াসির ওবাইদের।

তিনি বলেন, ‘কিছু ক্রিকেটার আমাদের ব্যাকআপে ছিল; যারা গ্লোবাল টিটুয়েন্টির কারণে এদেশে আসেনি তারপরেও আমার মনে হয় টুর্নামেন্ট বেশ জাঁকজমক পূর্ণ ভাবেই যাবে

সাত দলের অংশগ্রহণে বিপিএল জমজমাট হবে- এমন প্রত্যাশা দেশের প্রত্যেক ক্রিকেট-প্রেমিরই।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

২০২২ ও ২০২৩ বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

‘আফ্রিদি বড় ভাইয়ের মতো, সর্বদা ভালো উপদেশ দেন’

মাশরাফির অধীনে খেলা অনেক মজার ছিল : এবি

ডু প্লেসিকে বিপিএলে আমন্ত্রণ জানালেন তামিম

রাসেলের বিপক্ষে যেভাবে সফল মাশরাফি