সিলেটের উইকেট ইংল্যান্ডে ভালো করতে সাহায্য করবে বললেন মৃত্যুঞ্জয়
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বুধবার সিলেটে পৌঁছেছেন ঐ সিরিজের জন্য দলে থাকা অধিকাংশ ক্রিকেটাররাই।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-27T15:50:55+06:00
আপডেট হয়েছে - 2023-04-27T15:50:55+06:00
ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সিলেটে ক্যাম্প করছে দল। সেখানকার উইকেটে আছে বাউন্স ও পেস।
মৃত্যুঞ্জয় চৌধুরী। ফাইল ছবি
সাধারণত সিনা দেশগুলোতে যে ধরণের উইকেট থাকে সেগুলোর সঙ্গে বিস্তার ফারাক উপমহাদেশের উইকেটগুলোতে। উপমহাদেশে সাধারণত স্পিন বান্ধব উইকেট তৈরি হয়ে থাকে। এই তো আর কদিন পরই ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। ইংল্যান্ডের উইকেটে ভালো করতে দল গেছে সিলেটে। সেখানে সাধারণত উইকেটে একটু পেস ও বাউন্স রয়েছে। সিলেট ক্যাম্পে কেমন প্রস্তুতি হলো সেই অভিজ্ঞতার কথা জানালেন মৃত্যুঞ্জয়।
“ইংল্যান্ডের উইকেটে যেহেতু বাউন্স আছে ঐ হিসেবে সিলেটের উইকেটের কিন্তু সুনাম আছে অনেক আগে থেকে। আজকে অনুশীলনে উইকেটে বাউন্স ছিল অনেকটা। যেটা ইংল্যান্ডের উইকেট সম্পর্কে ধারণা পেতে একটু হলেও সাহায্য করবে। একবারে হুবুহু ওদের মতো উইকেট তো পাওয়া যাবে না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ।”
অনুশীলনে দলের ক্রিকেটারদের ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলতে দেওয়া হয়। এই যেমন ওপেনারদের প্রথম দশ ওভার কীভাবে ব্যাটিং করবে। শেষদিকে ছয়-সাতের ব্যাটসম্যানরা কীভাবে করবে সেসবের অনুশীলন করানো হয়। আজ কী ধরণের অনুশীলন করানো হয়েছে মৃত্যুঞ্জয়দের সেই প্রশ্নের জবাবে বলেন,
“আজকে আমাদের অনুশীলনটা ম্যাচ পরিস্থিতি অনুযায়ী হয়েছে। শুরুতে কীভাবে খেলতে হবে, মাঝের ওভারে কীভাবে খেলতে এবং শেষে… ব্যাটসম্যানদের যেভাবে নামানো হয়েছে, পরিকল্পনা দেওয়া হয়েছে- তুমি এখন দশ ওভার বাতিং করতেছ তখন তাঁরা সেভাবে ব্যাটিং করেছে। শেষের দিকে যারা ব্যাটিং করেছেন, তাঁরা মেরে খেলেছেন।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেmট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।