SCORE

সিলেটের দর্শকদের ধন্যবাদ জানালেন নাসির

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আসরের নবাগত ও স্বাগতিক দল সিলেট সিক্সার্স। শনিবার আসরের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি।

সিলেটের দর্শকদের ধন্যবাদ জানালেন নাসির
বিপিএলের উদ্বোধনী ম্যাচের টসের মুহূর্তে নাসির হোসেন ও সাকিব আল হাসান। ছবিঃ বিডিক্রিকটাইম

আইকন ক্রিকেটার সাব্বির রহমান হওয়া সত্ত্বেও দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাসির হোসেনকে। এতে সিলেট সিক্সার্সের টিম ম্যানেজমেন্ট যে ভুল করেনি, সেটি নাসির প্রমাণ করেছেন প্রথম পরীক্ষাতেই। ঢাকা ডায়নামাইটসের মতো দল, যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন- তাদের হেসেখেলে পরাজিত করা মোটেও সহজ কাজ নয়। কাজটি সহজ হওয়ার পেছনে মূল অবদান ছিল নাসিরের আঁটসাঁট বোলিং আর বিচক্ষণ অধিনায়কত্বের।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নাসির ধন্যবাদ জানান সিলেটের দর্শকদের। কানায় কানায় পূর্ণ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি এদিন সমস্বরে সমর্থন জুগিয়েছে নাসিরের দলকে।

Also Read - 'ক্রিকেট জীবনের অংশ, কিন্তু সবকিছু না’

দর্শকদের ধন্যবাদ জানিয়ে নাসির বলেন, ‘দর্শকদের ধন্যবাদ আমাদের সমর্থনের জন্য। আশা করি, প্রতিটি ম্যাচেই তারা এভাবে আমাদের সমর্থন দেবে; এভাবেই আমাদের উৎসাহ দিয়ে যাবে।’

বোলারদের কৃতিত্ব দিয়ে নাসির বলেন,প্রথম ম্যাচ জিতে আমরা দারুণ খুশি ও গর্বিত। প্রথম ৬ ওভারে বোলাররা দারুণ বল করেছে। পরেও সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে। আমাদের পরিকল্পনা কাজে লেগেছে।’

এদিকে ‘অধিনায়ক নাসির’-এর পারফরমেন্স অবাক করেছে সবাইকে, সেটি ইতিবাচকভাবেই। সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ অধিনায়কের দলকে নাসিরের বিচক্ষণতা দিয়ে হারানোর পর নাসিরের অধিনায়কত্ব জ্ঞান নিয়ে প্রশংসা করাটাই স্বাভাবিক। আর সেটিই করলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। এক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘নাসির এর আগেও বিপিএলে অধিনায়কত্ব করেছেন। তবে এবারই প্রথম তার অধিনায়কত্বে আমি মুগ্ধ হয়েছি। সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দেয় তখন সবাই পারফর্ম করতে পারে।’

আরও পড়ুনঃ ঘরের মাঠে সিলেট সিক্সার্সের শুভসূচনা

Related Articles

বদলি হিসেবে এসে প্রথম দিনের নায়ক

ফাইনালে সাকিব কেমন করেন

নিজের ক্যাচ মিসই সাকিবের কাঠগড়ায়

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

রেকর্ড গড়ার পাশাপাশি ছক্কার শতক ছুঁলেন গেইল