Scores

সিলেটে দুই দলেরই এক প্রতিপক্ষ— শিশির!

প্রথম ওয়ানডে জিতে বাংলাদেশ দল ছিল ফুরফুরে মেজাজেই। সাথে ছিল টেস্ট সিরিজ জয়ের স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কিংবা ফুরফুরে ভাব কর্পূরের মত উবে গেছে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের জয়ে।

সিলেটে দুই দলেরই এক প্রতিপক্ষ— শিশির!
মিরপুরে শিশিরের প্রভাব ছিল কম। কিন্তু সিলেটে দিনের আলোয় অনুশীলনের সময়ই মাঠ চিকচিক করছিল শিশিরের ছোঁয়ায়! ছবি: বিডিক্রিকটাইম

১-১ এ সমতা বিরাজ করা সিরিজের শেষ ম্যাচ তাই জয়ী খোঁজার মঞ্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এটিই হতে যাচ্ছে ইতিহাসের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচের উইকেট কেমন হবে, ‘পড়তি হেমন্তে’র কন্ডিশনই বা কীরূপ আচরণ করবে সেইসব প্রশ্নের সাথে বড় এক শঙ্কা হিসেবে কপালের ভাঁজ হয়ে দাঁড়িয়েছে শিশির।

নতুন ভেন্যু বলে এই ম্যাচে খুব একটা ‘হোম অ্যাডভান্টেজ’ পাবে না বাংলাদেশ। সিরিজেও রয়েছে সমতা। সব মিলিয়ে উইন্ডিজ এই ম্যাচে কোনো দিক থেকেই খুব একটা পিছিয়ে নেই। সেই সাথে রয়েছে আরও একটি দুশ্চিন্তা। কুয়াশা আর শিশিরের কারণে ম্যাচের বড় নিয়ামক হয়ে দাঁড়াতে পারে টস। বাংলাদেশ যদি সেই টসে হেরে বসে?

না, টসে হারলেও খুব একটা দুশ্চিন্তার কারণ নেই; যদি ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে সেটি যে শুধু অকল্পনীয়ই নয়, রীতিমত অসম্ভবও! চা বাগান আর গাছগাছালিতে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুয়াশার আবরণ দেখা যায় সন্ধ্যা গড়ানোর আগেই। ঢাকার চেয়ে উষ্ণতাও অনেক কম, ‘হাড়কাঁপানো’ না হলেও রীতিমত শীতের তীব্রতা রয়েছেই। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তো বটেই, প্রথম ইনিংসের শেষভাগেও বোলারদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে এই শিশির। স্পিনাররা বল গ্রিপ করতে পারবেন না, পিছলে যাবে পেসারদের বল। ফিল্ডিংয়ে পিচ্ছিল মাঠের ‘ডিজঅ্যাডভান্টেজ’ বা অসুবিধা তো রয়েছেই। সব মিলিয়ে ম্যাচের আগে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজ— দুই দলের কাছেই বড় এক প্রতিপক্ষের নাম শিশির।

Also Read - সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে হাসবে কারা?


অবশ্য ম্যাচের শুরুতেই শিশির হয়ে উঠতে পারে এক পক্ষের বন্ধু। টসপর্ব শেষে কারা আগে বল করছে, সেটি বিবেচনায় আগে ব্যাট করা দলকে ম্যাচের ব্যাকফুটে একাধিকবার কল্পনা করে নিতেও তো খুব একটা অসুবিধা হবে না!

আরও পড়ুন: তাই বলে বরখাস্ত!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পরিত্যক্ত উইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে

সব ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ করলো আফগানরা

আফগানিস্তানের ম্যাচে পুলিশ মোতায়েন!

শাস্তি পেল শ্রীলঙ্কা ও উইন্ডিজ

পুরানের শতকের পরও পারল না ক্যারিবীয়রা