Scores

সিলেটে বিপিএলের টিকিট পাবেন যেভাবে

এক বছর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিরছে সিলেটের মাটিতে। ২০১৭ সালে প্রথমবারের মত বিপিএল আয়োজন করে সিলেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই পঞ্চম আসরের উদ্বোধন হয়েছিল। এবার ঢাকায় উদ্বোধন হলেও মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব।

‘হোম অব ক্রিকেটে’ বেশিরভাগ ম্যাচ ম্যাড়মেড়ে হওয়ায় বিপিএলের সিলেট পর্ব নিয়ে দর্শক-সমর্থকদের মধ্যে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। ঢাকার মত সিলেটেও গ্যালারিতে বসে বিপিএলের ম্যাচ উপভোগ করতে হলে দর্শকদের কাটতে হবে টিকিট।

আর সেই টিকিট সংগ্রহ করতে হলে দর্শকদের যেতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের প্রধান ফটকের বুথেই পাওয়া যাচ্ছে বিপিএলের সিলেট পর্বের আটটি ম্যাচের টিকিট। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও। সহজ ডট কম এবং ইউক্যাশ ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই কেনা যাবে বিপিএলের সিলেট পর্বের টিকিট।

Also Read - ৩০ রানে অপরাজিত থেকেই প্রাণ গেল ক্রিকেটারের


টিকিট ক্রয় করতে কেমন খরচ করতে হবে দর্শকদের? ক্রিকেটপ্রেমি ভরপুর সিলেটের নয়নাভিরাম আন্তর্জাতিক স্টেডিয়ামটিতে বসে ম্যাচ দেখতে দর্শকদের সর্বোচ্চ ২০০০ এবং সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে।

এর মধ্যে ক্লাব হাউজের জন্য বরাদ্দ প্রতিটি টিকিটের মূল্য ৫০০ টাকা, গ্রীন হিন এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ও গ্রীন গ্যালারি ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ২০০০ টাকা।

প্রসঙ্গত, বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা শেষে তৃতীয় পর্বে আবারও আয়োজক ভেন্যু হিসেবে থাকবে মিরপুর স্টেডিয়াম। তৃতীয় পর্বের টিকিট ৩১ জানুয়ারি থেকে কাটার সুযোগ পাবেন ক্রিকেটানুরাগীরা।

একনজরে বিপিএলের সিলেট পর্বের সূচি

১৫.০১.২০১৯     খুলনা টাইটান্স বনাম রাজশাহী কিংস
১৫.০১.২০১৯     সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৬.০১.২০১৯     ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস
১৬.০১.২০১৯     সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
১৮.০১.২০১৯     সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস
১৮.০১.২০১৯     খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৯.০১.২০১৯      সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
১৯.০১.২০১৯      চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটান্স

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে নাফীসের ধন্যবাদ

ম্যাক্সওয়েলের তাণ্ডবে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

কোল্টার-নাইল ও ম্যাক্সওয়েলের বীরত্বে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

লিস্ট ‘এ’ মর্যাদা পেল প্রিমিয়ার লিগের টি-২০

প্রিমিয়ার লিগের ওয়ানডের আগে টি-২০ টুর্নামেন্ট