Scores

সিলেট টেস্ট: প্রথম ইনিংসেই বেশি ভুল দেখছেন রোডস

সিলেট টেস্ট শেষ হওয়ার কথা বুধবার (৭ নভেম্বর)। অথচ বাংলাদেশের ব্যাটিং দৈন্যতায় ম্যাচটি শেষ হয়েছে একদিন আগেই। বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস মনে করেন, নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতাই ম্যাচ হারের মুল কারণ। 

‘আহত বাঘের থাবা’র শঙ্কায় রোডস
স্টিভ রোডস। ©বিডিক্রিকটাইম

বুধবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই ইংলিশ কোচ বলেন, আসলে এই ম্যাচে আমাদের একমাত্র ভুল হয়েছে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে।’

জিম্বাবুয়েকে ২৮২ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। আর সেটি করতে নিদারুণ ব্যর্থ হওয়ায়ই দ্বিতীয় ইনিংসেও ঘটেছে ব্যাটিং বিপর্যয়- এমনটিই অভিমত তার।

রোডস বলেন, আমরা টস হেরে ফিল্ডিংয়ে গেলাম, তারপর তাদের ২৮২ রানে গুটিয়ে দিলামএরপর প্রথম ইনিংসে আমাদের ৩৫০ বা ৪০০ রান করা উচিত ছিলকিন্তু সেটা হলো নাএই কারণে সবসময়ের মতো শেষে ব্যাটিং করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ল।’

Also Read - সৌম্য-সোহানের অর্ধশতক, বিবর্ণ তুষার

ম্যাচে হারার পেছনে বাংলাদেশের একাদশ বাছাইয়ের দায় দেখেছেন অনেকে। কেউ কেউ আবার মনে করছেন, সঠিক পরিকল্পনা বা কৌশল নিয়ে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। তবে রোডসের চোখে অবশ্য এত বেশি ভুল নেই। তার মতে, প্রথম ইনিংসে বাংলাদেশের গোলমেলে ব্যাটিংটাই সব নষ্টের মুল।

রোডস বলেন, আমাদের পরিকল্পনা বা কৌশলে কোনো ঝামেলা ছিল নাপ্রথম ইনিংসে ব্যাট হাতে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা কেবল ওখানেই গোলমাল করে ফেলেছি।’

প্রথম ইনিংসের ব্যাটিং দৈন্যতা দ্বিতীয় ইনিংসেও বাজে প্রভাব ফেলেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। মিরপুর টেস্টে এই বিষয়টা মাথায় রেখে দল মাঠে নামবে জানিয়ে বাংলাদেশের কোচ বলেন, জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের আগে প্রায় ১৪০ রানে পিছিয়ে থাকা ছিল আমাদের জন্য সর্বনাশামিরপুরে এই বিষয়টা মাথায় রাখতে হবে।’

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।

আরও পড়ুন: ঢাকা ডায়নামাইটসে খেলা নিয়ে উচ্ছ্বসিত বেল

Related Articles

ক্ষমা চাইলেন নাঈমের সেই ‘অতিউৎসাহী’ ভক্ত

“একজন লেগ স্পিনার হলে খুব ভালো হতো”

‘অনিশ্চয়তা’ ভালো ঠেকেনি ফারুকের, ভরসা রাহী

শুক্রবার দেশে ফিরছেন রোডস

সকলের দোয়া চাইলেন সাব্বির