Scores

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা

চোখের পলকে শেষ হয়ে গেল বিপিএল ২০১৯ আসরের সিলেট পর্বের খেলা। চলমান আসরের প্রথম দুই পর্বের মোট ২২ ম্যাচ শেষেও পয়েন্ট তালিকায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে ঢাকা ডায়নামাইটস। পয়েন্টের পাশাপাশি নেট রান রেটে বাকিদের চেয়ে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় বর্তমানে রাজত্ব করছে দলটি।

উইকেট শিকারের পর সতীর্থদের সাথে আলিসের উল্লাস। ছবি: সংগৃহীত

ঢাকার আধিপত্যর ভিড়ে সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তালিকার চারে থেকে সিলেটে পাড়ি জমানো দলটি ঢাকায় ফিরেছে তালিকার তিন নম্বর অবস্থানে আরোহণ করে।

বিপিএলের সবশেষ পয়েন্ট তালিকায় ৮ পয়েন্ট নিয়ে ঢাকার পরবর্তী অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস। ৫ ম্যাচ থেকে ৪ জয়ে মোট ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে অবস্থান দলটির। অন্যদিকে ৬ ম্যাচ থেকে সমান পয়েন্ট সংগ্রহ হলেও, নেট রান রেটে পিছিয়ে থেকে তালিকার তিনে অবস্থান কুমিল্লার।

Also Read - যে কারণে বড় স্কোরের পথে ছুটেছে ভাইকিংস


তাছাড়া ৬ পয়েন্ট নিয়ে তালিকার চার ও পাঁচে নম্বরে অবস্থান রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের। রাজশাহীর চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকলেও আসরে মাশরাফিদের চেয়ে এক ম্যাচ বেশি বাকি রয়েছে মিরাজদের।

এদিকে, ঢাকার প্রথম পর্বের পর সিলেট পর্বে টানা ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকায় বিপিএলের এবারের আসরের শেষ চারে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের। প্রতিযোগিতায় এখনো অবধি ৭ ম্যাচ করে খেলেছে দল দুটো। যেখান থেকে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে সিলেট ও সাতে রয়েছে খুলনা।

দলম্যাচজয়পরাজয়পয়েন্টনেট রান রেট
ঢাকা ডায়নামাইটস১০১.৯৪২
চিটাগং ভাইকিংস০.৩৫৬
কুমিল্লা ভিক্টোরিয়ান্স০.২২৬
রংপুর রাইডার্স০.২৪৬
রাজশাহী কিংস-০.৭৫
সিলেট সিক্সার্স-০.৮০৯
খুলনা টাইটান্স-০.৯৪৫

Related Articles

প্লে-অফ নিশ্চিত রংপুর-কুমিল্লার

সাকিবদের হটিয়ে শীর্ষে মুশফিকরা

পয়েন্ট তালিকায় অবনতি রংপুরের, উন্নতি রাজশাহীর

প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় ঢাকার রাজত্ব

পয়েন্ট তালিকার শীর্ষে ঢাকা, তলানিতে রাজশাহী